করোনা আতঙ্কে বাতিল কানোয়ার যাত্রা! ভক্তদের জন্য পোস্টেই যাচ্ছে গঙ্গাজল, খুলছে অনলাইনের দরজা

করোনা আবহে কানোয়ার যাত্রার বাস্তবতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। নোটিশ দেওয়া হয়েছে কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকারকে। অন্যদিকে অতিমারির কথা মাথায় রেখে কানোয়ার যাত্রা বাতিল হয়েছে উত্তরাখণ্ডেও। কিন্তু তারপরেও ভক্তদেক আবেগের কথা মাথায় রেখে নতুন সিদ্ধান্ত নিলেন উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

২৫ জুলাই থেকে কানোয়ার যাত্রা শুরুর কথা ছিল

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২৫ জুলাই থেকেই এই কানোয়ার যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। প্রতি বছর শ্রাবণ মাসে সারা দেশের হাজার হাজার ভক্ত উত্তরাখণ্ডের হরিদ্বার, গোমুখ, গঙ্গোত্রী থেকে গঙ্গাজ‌ল নেওয়ার উদ্দেশ্যেই কানোয়ার যাত্রায় সামিল হন। কিন্তু করোনার জেরে এবারে তা বাতিল করা হয়েছে। কিন্তু শুধু মাত্র ভক্তদের আবেগের কথা মাথায় রেখে অনলাইনে গঙ্গাজল পাঠানোর ব্যবস্থা করছে উত্তরাখণ্ড প্রশাসন।

অনলাইনে নেওয়া হবে অর্ডার

এদিক বলে রাখা ভালো, এই সময়েই একাধিক রাজ্যে গঙ্গা থেকে জল নিয়ে শ্রাবন মাসেই তা ঢালা হয় শিবের মাথায়। বাংলাতেও তারকেশ্বরে চলে পার্বন। এই উপলক্ষ্যে বিশেষ ভিড় দেখা যায় বিভিন্ন মন্দিরে। আঞ্চলিক ভাবে যা শ্রাবণী মেলা নামে পরিচিত। অন্যদিকে অনলাইনে গঙ্গাজল পাঠানোর সিদ্ধান্ত যে পাকাপাকি ভাবে নিয়ে নেওয়া হয়েছে সেই বিষয়ে গতকালই স্পষ্ট বার্তা দেন হরিদ্বার জেলা ম্যাজিস্ট্রেট এস রবিশঙ্কর।

ডাকযোগে পাঠানো হচ্ছে গঙ্গা জল

এই প্রসঙ্গে তিনি বলেন "পোস্টের মাধ্যমে গঙ্গাজল পাঠানোর ব্যবস্থা আমরা ইতিমধ্যেই শুরু করেছি। পাশাপাশি ট্যাঙ্কারে করেও আমরা এখানে গঙ্গাজল সরবরাহ করার পরিকল্পনা করছি। একইসাথে বিপুল সংখ্যক জনসমাগম এড়াতে কিন্তু ভক্তদের ভাবাবেগকে প্রাধান্য দিতে প্রতিবেশী রাজ্যগুলির প্রশাসনের সাথেও আলোচনা করছি। কোন কোন উপায়ে তাদের কাছে গঙ্গাজল পাঠানো যেতে পারে তা ভেবে দেখা হচ্ছে। "

দ্বিতীয়বারের জন্য বাতিল কানোয়ার যাত্রা

এদিকে করোনার জেরে এই নিয়ে দ্বিতীয় বারের জন্য বাতিল হল কানোয়ার যাত্রা। গত বছর প্রথম ঢেউয়ের জেরে তা বাতিল হয়। বর্তমানে দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ কমলেও তৃতীয় ঢেউয়ের বাড়বাড়ন্ত ঠেকাতেই প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এর আগে কোভিড বিধি না মেনে কুম্ভমেলা করায় প্রশ্নের মুখে পড়েছিল উত্তরাখণ্ড সরকার। বিপুল পুণ্যার্থী সমাগম নিয়ে প্রবল বিতর্ক হয়ে কিছুদিন আগেই। তা এবার কানোয়ার যাত্রার আগে সাবাধানী পদক্ষেপ নিতে চাইছে সরকার। এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More UTTARAKHAND News  

Read more about:
English summary
Gangajal is posting as Kawar Jatra has been canceled, opening the door online