করোনা ভাইরাসের তৃতীয় ওয়েভ আসার সম্ভাবনা প্রবল এ কথা আগেই বহু গবেষণা–সমীক্ষার মাধ্যমে দেশবাসীর কাছে পৌঁছে গিয়েছে। আইসিএমআরের মহামারি ও সংক্রমণ রোগ বিভাগের প্রধান ডাঃ সমীরণ পাণ্ডা জানিয়েছেন যে অগাস্টের শেষের দিকে ভারতে করোনার তৃতীয় ওয়েভ আছড়ে পড়লেও তা সেকেন্ড ওয়েভের তীব্রতার চেয়ে অনেক কম হবে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাতকারে ডাঃ পাণ্ডা বলেছেন, 'দেশজুড়ে তৃতীয় ওয়েভ দেখা দেবে কিন্তু এর অর্থ এই নয় যে তা দ্বিতীয় ওয়েভের মতো উচ্চ বা অতটা তীব্র হবে।’
ডাঃ পাণ্ডাকে জিজ্ঞাসা করা হয় যে এই ভ্যারিয়ান্ট কি ডেল্টা প্লাসের সঙ্গে সংযুক্ত, এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে ডেল্টা এবং ডেল্টা প্লাস উভয়ই দেশে ছড়িয়ে রয়েছে এবং তিনি আরও যোগ করেছেন যে ডেল্টা ভ্যারিয়ান্ট থেকে আর কোনও জনস্বাস্থ্যের বিপর্যয় আশা করছেন না তিনি।
এই সপ্তাহের গোড়াতে আইএমএ উল্লেখ করেছিলেন যে দেশের অধিকাংশ অংশে সরকার এবং জনসাধারণ উভয়ই আত্মতুষ্ট এবং কোভিড বিধি না মেনেই জন সমাগম মনোনিবেশ করেছে, যার ফলে তৃতীয় ওয়েভ অনিবার্য ও আসন্ন। বৃহস্পতিবারই কেন্দ্র থেকে রাজ্য সরকারগুলির বিরুদ্ধে দেশের একাধিক জায়গায় কোভিড বিধি না মানার কারণে প্রশ্ন তোলা হয়েছে। কিছুদিন আগেই স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছিলেন যে মানুষ আবহাওয়ার পূর্বাভাসের মতোই গুরুত্ব দিচ্ছে তৃতীয় ওয়েভের অনুমানকে।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!