ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাত করেই শিমলা কম্পন অনুভূত হয়। আর এরপরেই সেখানে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। রীতিমত আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে আসেন অনেকেই।
জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬। বৃহস্পতিবার সন্ধ্যায় তীব্র এই কম্পন অনুভূত হয় সেখানে। নতুন করে আফটার শকের আশঙ্কা রয়েছে। সেই মতো সাধারণ মানুষকে নিরাপদ জায়গাতে থাকার কথা বলা হয়েছে আপাতত।
জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল মাটি থেকে মাত্র ১০ কিমি গভীরে। তবে এখনও পর্যন্ত সে রাজ্যে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
এমণকি হতাহতেরও কোনও খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, হিমাচল প্রদেশ দেশের মধ্যে অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। মানালি ছাড়াও কাঙ্গরা, ছাম্বা, লাহুল, মান্ডি এবং কুলুতে মাঝে মধ্যেই কম্পন অনুভূত হয়।
অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা এগুলি। মাঝে মধ্যেও এই সমস্ত এলাকাতে কম্পন অনুভূত হয়। ১৯০৫ সালে ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। ১৯০৫ সালের ৪ এপ্রিল কাঙ্গরা এলাকাতে ভয়ঙ্করভাবে এই ভূমিকম্প হয়ে থাকে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.8।
ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয় সেখানে। পাহাড়ে ধস সহ একাধিক ঘটনাতে প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু ঘটে। সেই ঘটনা এখনও টাটকা সেখানকার মানুষের মনে।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!