করোনায় আক্রান্ত অ্যাথলিট
টোকিও অলিম্পিকে যে করোনা ভাইরাস প্রভাব বিস্তার করছে তা বুধবারই আঁচ পাওয়া গিয়েছিল। বৃহস্পতিবার বাড়ল প্রভাব। জানানো হয়েছে যে টোকিও গেমসে অংশ নিতে আসা এক অ্যাথলিট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংক্রামিতের নাম এবং তিনি কোন দেশের, তা জানানো হয়নি। একই সঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন গেমসের আয়োজক সংস্থার এক সদস্য ও চার জন কনট্রাকটর। গত ১৩ এবং ১৪ জুলাই তাঁদের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে।
টোকিওর হোটেলেও করোনার প্রভাব
টোকিওর দক্ষিণ-পশ্চিমের শহর হামামাস্তুর এক হোটেলে উঠেছে অলিম্পিকে অংশ নিতে আসা ব্রাজিলিয় অ্যাথলিটদের একটা অংশ। বুধবার ওই হোটেলের সাত জন কর্মীর কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে তাঁদের সঙ্গে সঙ্গে নিভৃতবাসে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। সংক্রমিতদের সংস্পর্শে আসা হোটেলের বাকি কর্মীদেরও কোভিড ১৯ টেস্ট করা হয়েছে। তবে অলিম্পিকে অংশ নিতে আসা ব্রাজিলিয় অ্যাথলিটরা সুরক্ষিত রয়েছেন বলেও জানানো হয়েছে। তবে করোনা আক্রান্ত রাশিয়ার রাগবি দলের এক সদস্যের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।
জাপানে করোনার প্রভাব বাড়ছে
অন্যদিকে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির রিফিউজি দলের একজন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। ফলে ওই দল আপাতত দোহা থেকে জাপান আসতে পারছে না বলে জানানো হয়েছে। নির্ধারিত ইভেন্ট পরিকল্পনায় খানিকটা বদল ঘটাতে বাধ্য হচ্ছে অলিম্পিকের আয়োজক কমিটি। এদিকে জাপানে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। শেষ ২৪ ঘণ্টায় গত ৬ মাসের মধ্যে কোভিড ১৯-এ সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছেন মানুষ। জাপান প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১০০-এর বেশি মানুষ। গত ২২ জানুয়ারির পর থেকে যা সর্বাধিক। অতিমারীর আবহে সুষ্ঠুভাবে অলিম্পিক আয়োজন করতে টোকিও সহ জাপানের একাধিক শহরে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। দর্শকশূন্য স্টেডিয়ামে ইভেন্টগুলি আয়োজনের সিদ্ধান্তও নিয়েছে জাপান সরকার।
তবু আশাবাদী আইওসি
প্রথম ঠিক ছিল ২০২০ সালের ২৪ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক। করোনা ভাইরাসের জেরে তা এক বছরের জন্য স্থগিত করা হয়। আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে মেগা ইভেন্ট। বিভিন্ন দেশের ১১ হাজারেরও বেশি অ্যাথলিট অলিম্পিকে অংশ নিতে চলেছেন। অতিমারীর কড়া চক্ষু সত্ত্বেও টোকিওতে অলিম্পিকের সাফল্য নিয়ে আশাবাদী ইন্টারন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট থমাস বাচ। চ্যালেঞ্জকে জয়কে এবারের গেমস ইতিহাস রচনা করবে বলেও তিনি মনে করেন। বাচের বক্তব্য, এবারের অলিম্পিক দুর্দান্তভাবে আয়োজিত হবে। বহু নতুন প্রতিভার উত্থান পরিলক্ষিত হবে বলেও আশা করেছেন থমাস।