কেমন দেখতে এই রুদ্রাক্ষ ভবন
পৃথিবীর অন্যতম প্রাচীন শহর বারানসী বা কাশী। এই শহরের অপূর্ব ঐতিহ্যই ধরা পড়বে ‘রুদ্রাক্ষ'-এ। এটি একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র হিসাবে পরিচিত হবে, যা এই প্রাচীন শহরের সমৃদ্ধময় সংস্কৃতিকে তুলে ধরবে। সরকারিভাবে জানা গিয়েছে, গোটা সম্মেলন কেন্দ্রটি একটি শিবলিঙ্গের আকারে গড়ে তোলা হয়েছে এবং নামের সঙ্গে তাল মিলিয়েই ১০৮ টি রুদ্রাক্ষ বসানো হয়েছে এই কনভেনশন সেন্টারে। রাতে গোটা ভবনটি আলোকিত হবে এলইডি আলোয়।
জাপানের প্রতি কৃতজ্ঞ প্রকাশ
এই ভবনের উদ্বোধনে এসে নরেন্দ্র মোদী বলেন, ‘গত ৭ বছরে কাশী একাধিক উন্নয়ন প্রকল্পে শোভিত হয়েছে, এই শোভা রুদ্রাক্ষ ছাড়া কীভাবে সম্পূর্ণ হয়? এখন কাশী রুদ্রাক্ষ পরে নিয়েছে, তাই কাশীর উন্নয়ন আরও বেশি করে উজ্জ্বল হয়ে উঠবে এবং কাশীর সৌন্দর্য্য আরও বৃদ্ধি পাবে।' মোদী আরও বলেন, ‘আজকের দিনে একজনের কথা না উল্লেখ করে থাকতে পারব না। তিনি হলেন আমার জাপানের আর এক বন্ধু শিনজো আবে। তিনি যখন প্রধানমন্ত্রী হিসাবে কাশীতে এসেছিলেন, তখন আমি তাঁর সঙ্গে রুদ্রাক্ষের ধারণা নিয়ে আলোচনা করেছিলাম। তিনি সঙ্গে সঙ্গে তাঁর আধিকারিকদের এই প্রকল্প নিয়ে কাজ করার নির্দেশ দেন।'
২.৮৭ হেক্টর জমির ওপর এই কনভেনশন সেন্টার
বারাণসীর অভিজাত অঞ্চল সিগরা অঞ্চলে ২.৮৭ হেক্টর জমির ওপর এই কনভেনশন সেন্টার গড়ে উঠেছে, দু'তল বিশিষ্ট এই সম্মেলনী কেন্দ্রে ১২০০ জন মানুষের বসার জায়গা রয়েছে। নির্মাতাদের দাবি, এই ভবন, আন্তর্জাতিক সম্মেলন, প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান ইত্যাদি আয়োজনের জন্য আদর্শ। আর সেই সঙ্গে এই কেন্দ্রের গ্যালারিতে জায়গা পেয়েছে বারাণসীর শিল্প, সংস্কৃতি এবং সংগীতের মুরাল।
সাহায্য করেছে জাপান
জাপানের আন্তর্জাতিক কোপারেশন এজেন্সির সহযোগিতায় এই কনভেনশন সেন্টারটি গড়ে উঠেছে এবং মূল হল-ঘরটি প্রয়োজনে ছোট ছোট অংশে ভাগ করে দেওয়া যায়। পরিবেশবান্ধব এই ভবনে পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা রয়েছে।
তিনটে প্রবেশদ্বার
প্রবেশদ্বার থাকছে তিনটি - একটি নিয়মিত প্রবেশদ্বার, একটি পরিষেবা প্রবেশদ্বার এবং একটি পৃথক ভিআইপি প্রবেশদ্বার। ফলে যে কোনও ধরণের আন্তর্জাতিক সম্মেলন করার ক্ষেত্রে সুরক্ষাগত কোনও সমস্যা থাকবে না। বৃহস্পতিবার, একটি রুদ্রাক্ষ গাছ রোপন করে এই ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশ্য শুধু এই ভবনটি নয়, সব মিলিয়ে ১৫০০ কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।