ভিজবে হিমাচল থেকে উত্তরাখণ্ড
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে আইএমডি জানিয়ে দিয়েছে যে জুলাই মাসের ১৭ থেকে ১৯ তারিখের মধ্যে উত্তর ভারতের একাধিক রাজ্যে বৃষ্টি পাত শুরু হয়ে যাবে। এছাড়াও ১৬ জুলাই উত্তরাখণ্ডের ও হিমাচলপ্রদেশের একাধিক জায়গায় ১৬ জুলাই পর্যন্ত বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, এই দুই রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এই সময়।
এই কয়েকটি রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে
এর আগে আবহাওয়ার পূর্বাভাসে আইএমডি জানিয়েছে ,১৪ জুলাই থেকে অতিভারী বৃষ্টি দেখা যেতে পারে হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশ, পাঞ্জাব, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থানে । এরপর এরপর সেই বৃষ্টির পরিমাণ ১৭ জুলাই নাগাদ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
১৭ থেকে ১৯ জুলাই প্রবল বর্ষণ
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে, ১৭ থেকে ১৯ জুলাই নাগাদ উত্তরপ্রদেশের দক্ষিণাংশ, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, উত্তর রাজস্থান, উত্তর মধ্যপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ফলে মনে করা হচ্ছে উত্তরভাতের চাষের জমি যে আকাঙ্খিত বর্ষণের দিকে তাকিয়ে রয়েছে, তা সম্ভবত পাওয়া যেতে পারে ১৭ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে।
পশ্চিমপ্রান্তে প্রবল বর্ষণ
এদিকে দক্ষিণে গোয়া, কঙ্কণ, কর্ণাটকে প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আইএমডি। আগামী তিন দিন ধরে গোয়া ও কঙ্গণ উপকূলে লাগাতার বর্ষণের পূর্বাভাস রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় ঝোড়ো হাওয়া ও বর্ষণ!
এদিকে, আইএমডির পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কচ্ছ, চণ্ডিগড়, দিল্লি, উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়,পূর্ব রাজস্থানে হালকা বর্ষণ হতে পারে। সঙ্গে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া।