আক্রান্তের সাথেই বাড়ছে মৃত্যু! ধীর টিকাকরণ ও লকডাউন তুলে নেওয়ারই মাসুল গুনছে বিশ্ব?

দ্বিতীয় ঢেউয়েক তীব্রতা কমায় গত মাস থেকেই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে বিশ্ববাসী। এমতাবস্থায় বিভিন্ন দেশে লকডাউন উঠে গেলেও টিকাকরণের গতি ধীর হওয়ার ফলে পুনরায় ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। টানা নয় সপ্তাহ ধরে কোভিড আক্রান্তের সংখ্যায় ভাটা দেখা গেলেও গত সপ্তাহে পুনরায় ৩% বেড়েছে মৃত্যুহার, বুধবার জানিয়েছে হু। ব্রাজিল, ভারত, ইন্দোনেশিয়া, ব্রিটেনের মতো দেশে আবার বাড়ছে কোভিড থাবা।

১১১ দেশে ডেল্টা ভ্যারিয়েন্ট

ইতিমধ্যেই বিশ্বের ১১১টি দেশে ছড়িয়ে পড়েছে অধিক সংক্রামক ডেল্টা স্ট্রেন, জানিয়েছে হু। ধীর টিকাকরণ ও মাস্কবিধির উঠে যাওয়ার কারণেই এহেন সংক্রমণের বাড়বাড়ন্ত, জানিয়েছেন গবেষকরা। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডঃ ডেভিড ডাউদির মতে, "বিস্ফোরণ ঘটানোর ক্ষমতা রয়েছে করোনার।" অন্যদিকে গত ৬মাসে প্রথমবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০,০০০ ছড়িয়েছে। রাশিয়া, বেলজিয়াম ও আর্জেন্টিনায় বেলাগাম বাড়ছে কোভিড।

গোরস্থানে জায়গা কোথায়?

বুধবার নতুন করে মায়ানমারে আক্রান্ত হয়েছেন ৫৪,০০০ মানুষ। জাকার্তায় অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য স্থানাভাব দেখা দিচ্ছে ক্রমশ। পাশাপাশি গত দু'সপ্তাহ ধরে মার্কিন মুলুকে প্রায় দ্বিগুণ হয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার জনবহুল লস এঞ্জেলেসে আক্রান্ত হাজারেরও বেশি। অন্যদিকে টোকিও অলিম্পিকের আগে চতুর্থবারের জন্য লাল সতর্কতা জারি জাপানে! দক্ষিণ কোরিয়ার সিওলের ন্যায় অস্ট্রেলিয়ার সিডনিতেও বর্ধিত হয়েছে লকডাউন।

ভ্যাকসিন ছাড়া ভ্রমণ নয় শিকাগোতে

স্পেনের বার্সেলোনায় জারি হয়েছে নাইট কার্ফু। নাগরিকদের মাস্ক ছাড়া ভ্রমণ না করার আর্জি জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। বিদেশফেরত নাগরিকদের নিভৃতবাসের নির্দেশ জারি হতে পারে ইতালিতে। মিসৌরি ও আরাকানসাস থেকে আগতদের ক্ষেত্রে ভ্যাকসিন বা কোভিড নেগেটিভ শংসাপত্র বাধ্যতামূলক শিকাগোতে। আলাবামায় সেনাবাহিনীতে যোগ দেওয়ার ক্ষেত্রে দরকার টিকাপ্রাপ্তির শংসাপত্র। বর্তমানে প্রত্যহ কোভিড আক্রান্তের সংখ্যা গড়ে ৪.৫ লক্ষ ও মৃত্যু ৭,৯০০ জনের কাছাকাছি, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে এমনটাই।

করোনার বিরুদ্ধে একমাত্র ব্রহ্মাস্ত্র টিকাই

অর্থনৈতিক চাপের মুখে নতিস্বীকার করে লকডাউন তুলতে বাধ্য হচ্ছে দেশগুলি। যদিও সকল কোভিডিবিধি যে অক্ষরে অক্ষরে পালন করা প্রয়োজন, তা মনে করিয়ে দিচ্ছে হু। "বর্তমানে সবচেয়ে সহজ কাজ হল একটা ভ্যাকসিন নিয়ে নেওয়া", জানিয়েছেন বছর আঠারোর মার্কিন তারকা অলিভিয়া রডরিগো। ভ্যাকসিনের বিনিময়ে পুরস্কারের ব্যবস্থা করছে ওহিও প্রশাসন। অন্যদিকে মিশিগানে ৫০,০০০ থেকে ২ লক্ষ মার্কিন ডলারের পুরস্কার চালু হয়েছে নির্বাচিত কোভিড টিকা প্রাপ্তদের জন্য।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More JOE BIDEN News  

Read more about:
English summary
Coronavirus infections on the rise worldwide due to slow vaccinations and lifting of lockdowns