বিশ্বজুড়ে শুরু তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়! ভয়াবহ আশঙ্কার কথা শোনাচ্ছেন হু প্রধান

গত মাস থেকেই ভারতের পাশাপাশি গোটা বিশ্বজুড়েই অনেকেটাই কমে আসে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ। যদিও নিত্য-নতুন একাধিক নতুন স্ট্রেনের আগমণের জেরে ইতিমধ্যেই চোখ রাঙাতে শুরু করেছে করোনার তৃতীয় ঢেউ। আমেরিকা সহ একাধিক দেশে বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। এমতাবস্থায় ফের নতুন করে আশঙ্কার কথা শোনালেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডাব্লুএইচও) প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস।

নতুন রূপে কড়া নাড়ছে মারণ করোনা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের মতে বর্তমানে পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে রয়েছে তাতে পরিষ্কার আমরা বর্তমানে কোভিডের তৃতীয় পর্যায়ের সংক্রমণের আগাম বা প্রাথমিক স্তরে দাঁড়িয়ে রয়েছে। করোনা বিধি পালনে সামান্যতম ভুলে যার পরিণতি হতে পারে ভয়াবহ। আরও সহজ ভাবে বললে ইতিমধ্যেই দোরগোড়ায় এসে নতুন করে নতুন রূপে কড়া নাড়া শুরু করেছে মারণ করোনা।

১১১টির বেশি দেশে থাবা ডেল্টার

আর এই পরিণতির জন্যই অবশ্যই করোনার ডেল্টা স্ট্রেনকেই কাঠগড়ায় তুলছেন হু প্রধান। প্রসঙ্গত উল্লেখ্য, পরিসংখ্যান বলছে ইতিমধ্যেই বিশ্বের ১১১টির বেশি দেশে থাবা বসিয়েছে করোনার ডেল্টা স্ট্রেন। যা আগের আলফা, বিটা, গামার তুলনয়া কয়েকগুণ বেশি সংক্রমক। এমনকী ইতিমধ্যেই ডেল্টার নয়া প্রতিরূপ ডেল্টা প্লাসের জন্যও বাড়তে শুরু করেছে আতঙ্ক।

ফের উর্ধ্বমুখী হয়েছে আক্রান্তের সংখ্যা

এদিকে গত চার সপ্তাহ ধরেই গোটা বিশ্বের করোনা মানচিত্রে ফের উর্ধ্বমুখী হয়েছে আক্রান্তের সংখ্যা। গত সপ্তাহের অবস্থা আরও অনেকটাই খারাপ হয়েছে। মূলত বিশ্বের ৬টি প্রধান অঞ্চলেই এই বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। সেই সঙ্গে গত ১০ সপ্তাহ একটানা মৃতের সংখ্যা নিম্নমুখী থাকার পর ফের তা বাড়তে শুরু করেছে বলে জানা যাচ্ছে। যা নিয়ে বৃহঃষ্পতিবার নতুন করে উদ্বেগ প্রকাশ করলেন হু প্রধান।

ভারতে বাড়ছে কড়াকড়ি

এদিকে করোনা সংক্রমণ কমে আসায় ভারতেও বর্তমানে রাজ্যে রাজ্যে শুরু হয়ে গিয়েছিল আনলক প্রক্রিয়া। কিন্তু তাতেই ব্যাপক ভাবে কোভিড বিধি লঙ্ঘনের অভিযোগ সামনে আসে। অন্যদিকে কমেছে টিকাকরণের গতি। এমতাবস্থায় কোভিডের বাড়বাড়ন্ত ঠেকাতে নতুন করে কড়াকড়ি করছে ভারত সরকারও। নয়া গাইডলাইন পাঠানো হয়েছে প্রতিটা রাজ্যেই।

করোনা গ্রাফ নামলেও উদ্বেগ 'আর' ফ্যাক্টরেই, ফের রাজ্যগুলিকে সতর্কবার্তা কেন্দ্রেরকরোনা গ্রাফ নামলেও উদ্বেগ 'আর' ফ্যাক্টরেই, ফের রাজ্যগুলিকে সতর্কবার্তা কেন্দ্রের


জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More CORONAVIRUS News  

Read more about:
English summary
World Health Organization (WHO) has warned of a third wave of coronaviruses