নতুন করে আক্রান্ত হলেন কে?
বৃহস্পতিবার সকালে ঋষভ পন্থের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে কেঁপে গিয়েছিলেন ভারতের ক্রিকেট ফ্যান। এ সংক্রান্ত আরও আশঙ্কাজনক খবর কাঁপিয়ে দিয়েছে বিশ্বকে। এক সূত্র মারফত জানানো হয়েছে যে ইংল্যান্ড সফররত ভারতীয় ক্রিকেট দলের থ্রোডাউন বিশেষজ্ঞ দয়ানন্দ ঘরামী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃদু লক্ষণ থাকায় তাঁকে সেলফ আইসোলেশনে রাখা হয়েছে। সেই সঙ্গে টিম ইন্ডিয়ার কোচিং বিভাগের বাকি সদস্যদেরও বাধ্যতামূলক নিভৃতবাসে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে। আবার অন্য একটি সূত্রের তরফে জনানো হয়েছে যে ওই ভারতীয় দলের মোট তিন জন সাপোর্ট স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রত্যেককেই আইসোলেশনে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, কেবল দয়ানন্দই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর সংস্পর্শ আসার কারণে দলের আরও এক কোচিং স্টাফ, উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে বাধ্যতামূলক নিভৃতবাসে পাঠানো হয়েছে বলে খবর। যদিও ঘরমী ছাড়া দলের বাকি সদস্যদের কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই জানানো হয়েছে। গত বুধবার অর্থাৎ ১৪ জুলাই দয়ানন্দের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে।
বেপরোয়া ভারত
বিসিসিআইয়ের এক সূত্র মারফত জানানো হয়েছে যে করোনা ভাইরাসের আবহে ভারতীয় ক্রিকেটারদের ইংল্যান্ডে হওয়া ইউরো কাপ ও উইম্বলডনের ম্যাচগুলি দেখতে যেতে বারণ করা হয়েছিল। তা সত্ত্বেও ভিড়ে ঠাসা ওয়েম্বলিতে ইউরো কাপের ম্যাচ দেখতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ঋষভ পন্থ। মুখে মাস্ক না থাকায় তিনি সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হয়েছিলেন। শেষমেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ষোলোকলা পূর্ণ করেছেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। অন্যদিকে উইম্বলডন চলাকালীন অল ইংল্যান্ড টেনিস কোর্টের সেন্টার কোর্টের স্টেডিয়ামে বসে দুটি ম্যাচ দেখেছেন রবি শাস্ত্রীও। মাস্ক ছিল টিম ইন্ডিয়া কোচের মুখেও। তাঁদের এই বেপরোয়া আচরণে কিছুটা হলেও হতাশ হয়েছে বিসিসিআই।
ডারহামে থাকছেন কি শাস্ত্রীরা
আগামী অগাস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে ডারহামে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ একাদশের সঙ্গে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা। ২০ জুলাই থেকে শুরু হতে চলা ওই ম্যাচে খেলতে ডারহামে পৌঁছতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু সেখানে এখনই পৌঁছতে পারছেন না ঋষভ পন্থ। অন্যদিকে দয়ানন্দ ঘরামী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় দলের কোচিং স্টাফদেরও এখনও ডারহামে যেতে দেওয়া হচ্ছে না বলেই খবর। ওই অনুশীলন ম্যাচে অংশ নিতে পারবেন না ঋদ্ধিমান সাহাও।
করোনা ভাইরাসের টিকা
ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে ভারতেই কোভিশিল্ডের প্রথম ডোজ নিয়েছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডে গিয়ে কোভিড ১৯ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। বিসিসিআই সূত্রে খবর, তিন-চার দিন আগেই ইংল্যান্ডে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিয়েছেন বিরাট কোহলি, অজিঙ্ক রাহানেরা। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ঋষভ পন্থ এখন আর করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে পারবেন না বলেও ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে।