ডেল্টার আবহে বিসিসিআইয়ের সতর্কতা উপেক্ষা করেই ইউরো-উইম্বলডনে ভারতীয় ক্রিকেটারদের হাজিরা?

বিসিসিআই সতর্ক করেছিল আগেই। করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বাড়বাড়ন্তে ইংল্যান্ড সফররত ভারতীয় ক্রিকেটাদের ইউরো কাপ ও উইম্বলডনের ম্যাচ দেখতে নিষেধ করেছিলেন জয় শাহরা। তা উপেক্ষা করেই ঋষভ পন্থ, রবি শাস্ত্রীরা জনপ্রিয় ক্রীড়া ইভেন্টগুলি দেখার সুযোগ ছাড়েননি বলে জানানো হয়েছে। তারই ফলস্বরূপ ঋষভ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে।

ইংল্যান্ডে হালকা মেজাজে ক্রিকেটাররা

সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হেরে যাওয়ার পর তিন সপ্তাহের জন্য জৈব সুরক্ষা বলয় থেকে ছুটি পান ভারতীয় দলের ক্রিকেটাররা। এই সময়ে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহদের পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে। আর যাঁরা একা, তাঁরা নিজেদের মতো করে ইংল্যান্ডে সময় কাটিয়েছেন। টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী, স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনকে সেন্টার কোর্টে উইম্বলডনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলির সাক্ষী থাকতে দেখা গিয়েছে। অন্যদিকে ওয়েম্বলিতে ইউরো কাপের ম্যাচ দেখতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ঋষভ পন্থ। থিক থিকে ভিড়ে মুখে মাস্ক না থাকার কারণে সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হয়েছিলেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সেখান থেকেই ঋষভ করোনা আক্রান্ত হলেন কিনা, সে আশঙ্কাও ঘুরতে শুরু করেছে।

সাবধান করেছিল বিসিসিআই

করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট পুরোপুরি প্রভাব বিস্তার করেছে ইংল্যান্ড। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হতে হচ্ছে প্রশাসন। তারই মধ্যে ইউরো কাপের ফাইনাল সহ একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ এবং উইম্বলডনে করোনা বিধি ভেঙে লোক সমাগম ব্রিটিন সরকারকে কিছুটা হলেও চিন্তায় রেখেছে। এই দুই ক্রীড়া ইভেন্টের হাত ধরে ইংল্যান্ডের প্রভাব আরও বাড়বার আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। এর আগাম আঁচ পেয়ে ভারতীয় ক্রিকেটারদের ওই দুই ক্রীড়া ইভেন্টে না যাওয়ার পরামর্শ দিয়েছিল বিসিসিআই। ঋষভ পন্থ, রবি শাস্ত্রীরা তা উপেক্ষা করেছেন বলে ভারতীয় বোর্ডের এক সূত্রের তরফে জানানো হয়েছে।

ইংল্যান্ড ক্রিকেট দলে করোনা ভাইরাসের থাবা

ইংল্যান্ডে ইতিমধ্যেই ক্রিকেটে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শেষ হওয়ার পর সে দলের বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছিল। সে কারণে গোটা দলকে আইসোলেশনে পাঠানো হয়েছিল। বাধ্য হয়ে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দ্বিতীয় সারির দল নামায় ইংল্যান্ড। সেখান থেকে শিক্ষা নিয়ে ভারতীয় ক্রিকেটার আসন্ন টেস্ট সিরিজের আগে আরও বেশি সাবধান হতে বলেছেন জয় শাহরা।

দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গিয়েছে

ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে ভারতেই কোভিশিল্ডের প্রথম ডোজ নিয়েছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডে গিয়ে কোভিড ১৯ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। বিসিসিআই সূত্রে খবর, তিন-চার দিন আগেই ইংল্যান্ডে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিয়েছেন বিরাট কোহলি, অজিঙ্ক রাহানেরা। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ঋষভ পন্থ এখন আর করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে পারবেন না বলেও ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More TEAM INDIA News  

Read more about:
English summary
Indian cricketers were advised not to go in popular areas of England for coronavirus