বাজারে স্মার্ট সিলিন্ডার
রান্নার গ্যাসের দাম যেভাবে বাড়ছে তাতে মেপে মেপে খরচ করতে হচ্ছে গ্যাস। সতর্ক হয়ে রান্না করছেন গৃহিনীরা। গ্রাহকদের সুবিধার্থে তাই নতুন স্মার্ট সিলিন্ডার বাজারে এনেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। সবে সর্বত্র নয়। এখনমাত্র কয়েকটি শহরেই নির্দিষ্ট সংখ্যক ডিলারের কাছেই এই স্মার্ট সিলিন্ডার পাওয়া যাচ্ছে। দিল্লি, গুরুগ্রাম, হায়দরাবাদ, ফরিদাবাদ এবং লুধিয়ানায় ৫ ও ১০ কেজির স্মার্ট সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে।
কী সুবিধা রয়েছে
এই স্মার্ট সিলিন্ডারে একাধিক সুবিধা রয়েছে। রান্না করতে করতে কতটা গ্যাস খরচ হল তা জানা যাবে সহজেই। সেইমতো মেপে গ্যাস খরচ করতে পারবেন গৃহিনীরা। তিন লেয়ারের আস্তরণ রয়েছে এই গ্যাসের সিলিন্ডারে। এইচডিপিই জ্যাকেট রয়েছে বাইরের দিকে। এছাড়া এই গ্যাস সিলিন্ডার অনেক বেশি হাল্কা।
জং ধরবে না
রান্নার গ্যাসের সাধারণ সিলিন্ডার নিয়ে বিড়ম্বনার শেষ থাকে না গৃহিনীদের। সারা গায়ে মরচে ধরা। যেখানে রাখা হয় সেখানে মরচের লাল দাগ পড়ে যায়। কিন্তু স্মার্ট সিলিন্ডারের স্টিল বডি হওয়ার কারণে সেরকম কিছুই হয়না। অর্থাৎ মরচে পড়ার ঝঞ্ঝাট থাকে না। দেখতেও অনেক বেশি আধুনিক। স্মার্ট কিচেনের সঙ্গে মানানসই।
দাম কত
স্মার্ট সিলিন্ডারের দামও বেশ ভাল। পুরোটাই ভর্তুকীহিন হিসেবে দামনির্ধারণ করা হয়েছে। ১০ কেজি সিলিন্ডারের জন্য খরচ করতে হবে ৩৩৫০ টাকা আর ৫ কেজির সিলিন্ডারের জন্য খরচ করতে হবে ২১৫০ টাকা। অনলাইনেই গ্রাহকরা নিজেদের ইচ্ছে মতো টাকা পেমেন্ট করতে পারবেন।