প্রশান্ত কিশোর কি কংগ্রেসে?
রাজনীতিক অংশ নিতে অনেক দিন আগে থেকেই। মোদীর ভোট-কুশলী হয়ে প্রথম প্রকাশ্যে এসেছিলেন। সেখান থেকে বিহাের নীতিশের কাছে। জেডিইউতে যোগও দিয়েছিলেন প্রশান্ত কিশোর কিন্তু সেটা বেশিদিন টানতে পারেননি। জেডিইউ ছেড়ে ফের চাণক্যের বুদ্ধিতে শান দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে চুক্তি এবং যার পর বিপুল সাফল্য। সেই প্রশান্ত কিশোরকে নিয়ে রীতিমতো টানাটানি চলছে। সূত্রের খবর তিনি নাকি কংগ্রেসে যোগ দিচ্ছেন। যদিও নিশ্চিত করে এখনও কোনও কিছু জানাননি কেউ।
গান্ধীদের সঙ্গে সাক্ষাৎ
রাহুল গান্ধীর সঙ্গে গতকাল সাক্ষাত করেছেন প্রশান্ত কিশোর। রাহুল গান্ধীর সঙ্গে প্রশান্ত কিশোরের বৈঠক শুধু হয়নি সেই বৈঠকে ছিলেন সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। তাতেই জল্পনা শুরু হয়েছে শুধু উত্তর প্রদেশ এবং পাঞ্জাবের ভোট নয় প্রশান্ত কিশোরকে নিয়ে ২০২৪-র ছক সাজানোর পরিকল্পনায় রয়েছে কংগ্রেস। এবং তাতে বাংলাকেই মডেল করে এগোতে চাইছেন সোনিয়ারা।
অবার কি সক্রিয় রাজনীতিতে
এবার কি সক্রিয় রাজনীতিতে অংশ নিতে চাইছেন প্রশান্ত কিশোর। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। শুধু চাণক্যের ভূমিকায় হয়তো আর সন্তুষ্ট থাকতে পারছেন না তিনি। বিজেপি বিরোধী শক্তিগুলিেক একজোট করার যে প্রচেষ্টা শুরু করেছেন তিনি তাতে একের পর এক জল্পনা শুরু হয়েছে। কারণ বাংলায় তৃণমূেলর জয়ের পর প্রশান্ত কিশোর বলেছিলেন তিনি আর এই ভূমিকায় থাকতে চাননা। এবং অন্য কিছু করার পরিকল্পনায় রয়েছে।
একজোট হচ্ছে বিজেপি বিরোধী শক্তি
একুশে বাংলার ভোটের সাফল্য অবিজেপি শক্তিগুলিতে নতুন করে চাঙ্গা করে তুলেছে। বিশেষ করে কংগ্রেস যেন নতুন উদ্যোমে লড়াইয়ে নামার শক্তি পেয়েছে। সেকারণেই প্রশান্ত কিশোরের সঙ্গে বিবাদ ভুলে রাহুল বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। আবার শরদ পাওয়ার এবং অমরিন্দর সিংের সঙ্গেও সাক্ষাৎ করেছেন প্রশান্ত কিশোর।