মুখেই বড়বড় কথা, কিন্তু ভ্যাকসিনের দেখা নেই! টিকা সঙ্কট নিয়ে ফের রাহুলের নিশানায় কেন্দ্র

জুনের শেষ সপ্তাহে গোটা দেশে টিকাকরণে গতি এলেও জুলাই থেকেই ফের শুরু পারাপতন। এদিকে টিকাকরণ বাড়ানোর জন্য রাজ্যগুলিকে লাগাতার পরামর্শ দিয়ে চলেছে কেন্দ্র। কিন্তু ঘাটতি প্রায় সর্বত্রই। এমতাবস্থায় ভ্যাকসিনের জোগান কোথা থেকে আসবে, তার ঠিকঠাক দিশা নেই সরকারের কাছে। এবার এই নিয়ে ফের মোদী সরকারের তুলোধনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

কেন্দ্রকেই ফের কাঠগড়ায় তুললেন রাহুল

এমনকী বর্তমানে রাজ্যে রাজ্যে টিকা সঙ্কট নিয়ে কেন্দ্রকেই ফের কাঠগড়ায় তুললেন রাহুল। এদিকে লকডাউন হোক বা করোনা মোকাবিলা প্রতিক্ষেত্রেই আম-আদমির দুরবস্থার জন্য শুরু থেকেই মোদীকেই দায়ী করেছে কংগ্রেস। এবার টিকা সঙ্কট নিয়ে ফের মোদীর বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেল রাহুলকে। রাহুলের কথায় ‘শুধু মুখেই বড়সড় কথা আর ভাষণ শোনাচ্ছে সরকার, কিন্তু ভাঁড়ারে নেই ভ্যাকসিন।' এমনকী টিকা বণ্টনেও ‘জুমলা' হচ্ছে বলে তোপ দাগেন তিনি।

টুইটারেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ

বুধবার টুইটারে কার্যত এই ভাবেই মোদী সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান রাহুল। এমবকী দিল্লি সহ একাধিক রাজ্যে তীব্র টিকা সঙ্কট থাকলেও তা কেন্দ্র অস্বীকার করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে করোনা মোকাবিলায় ব্যর্থতার জন্য ইতিমধ্যেই মন্ত্রিত্ব থেকে সরতে হয়েছে প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধনকেও।

মন্ত্রিত্ব বদল নিয়েও তোপ

বর্তমানে হর্ষ বর্ধনের জায়গায় দেশের স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব নিয়েছেন মনসুখ মন্দাভিয়া। এই রদবদল নিয়েও এদিন আক্রমণ শানান রাহুল। তাঁর সাফ প্রশ্ন মন্ত্রিত্ব বদল করেই সঙ্কটের মোকাবিলা সম্ভব? এই ভাবেই কী মিটবে টিকা সঙ্কট? এদিকে টিকার হাহাকার চলছে দেশের সর্বত্রই। দিল্লিতে কোথাও পাওয়া যাচ্ছে না প্রথম ডোজ। তো কোথাও সময় পেরিয়ে গেলেও মিলছে না দ্বিতীয় ডোজ। উদ্বেগ বাড়ছে আম-আদমির।

একনজরে ভারতের টিকাকরণ চিত্র

অন্দিকে টিকা সরবরাহ আগের থেকে অনেকটাই কমিয়ে ফেলে ভারত বায়োটেক। গতি বাড়ছে না কোভিশিল্ড তৈরিতেও। এদিকে বর্তমানে দেশের বহু মানুষ প্রথম ডোজ পেলেও অমিল দ্বিতীয় ডোজ। তা নিয়ে রাজধানী সহ প্রায় প্রতিটা রাজ্যেই বাড়ছে উদ্বেগ। সর্বাধিক উদ্বেগ বাড়ছে উত্তর ভারতে। অন্যদিকে এখনও পর্যন্ত করোনা টিকা পেয়েছেন দেশের ২৩.৪ শতাংশ মানুষ। তার মধ্যে দুটি ডোজই পেয়েছেন মাত্র ৫.৭ শতাংশ মানুষ।

অধীরে অসন্তোষ! বিদ্রোহী সোমেন পুত্র, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফাঅধীরে অসন্তোষ! বিদ্রোহী সোমেন পুত্র, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More BJP News  

Read more about:
English summary
'Jumla' is also in the distribution of vaccines, the center again targets by Rahul over the vaccine crisis in the country