কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা ১১ শতাংশ বৃদ্ধি পাচ্ছে , মোদী সরকারের বড় সিদ্ধান্ত

ফের একবার বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বুধবার একটি বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। জানা গিয়েছে সেই বৈঠকেই স্থির হয়েছে যে ১৭ থেকে ২৮ শতাংশ হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। সূত্রের খবর, মোদী মন্ত্রিসভা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণাকেন্দ্রের তরফে করেন অনুরাগ ঠাকুর। জানান ১ জুলাই থেকেই এই মহার্ঘভাতা বাড়ানো হবে।

সপ্তম পে কমিশনের হাত ধরে বড় সিদ্ধান্ত

বহু মাস ধরে অপেক্ষার পর শেষমেশ মহার্ঘভাতার বৃদ্ধির খবর পেলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। গতবছর এই মহার্ঘভাতা বৃদ্ধির খবর প্রকাশিত হলেও তা করোনা পরিস্থিতির জন্য হাতে পাননি সরকারি কর্মীরা। এদিকে, বর্ধিত ডিএ ১৭ শতাংশ থেকে ২৮ শতাংশ করা হল। সূত্রের খবর সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী এই ডিএ বা মহার্ঘ ভাতা সেপ্টেম্বরের মধ্যেই কেন্দ্রীয় সরকারী কর্মীদের পাওয়ার কথা।

কবে থেকে পাওয়া যেতে পারে মহার্ঘভাতা?

এখনও পর্যন্ত যা খবর, তাতে এটা স্পষ্ট নয় যে এই বর্ধিত ডিএ কবে থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাচ্ছেন? তবে কয়েকটি মিডিয়া রিপোর্ট জানান দিচ্ছে যে, ডিএ বা মহার্ঘভাতা বৃদ্ধি পাচ্ছে সেপ্টেম্বরে। তবে এবিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের ঘোষণার দিকে তাকিয়ে সমস্ত মহল।

তিন বারের মহার্ঘভাতা বকেয়া!

সূত্রের খবর, আজকের সিদ্ধান্ত অনুযায়ী ১ জানুয়ারি,২০২০ , ১ জুলাই ২০২০ ও ১ জানুয়ারি ২০২১ সালে কেন্দ্রীয় সরকারি কর্মীদের যে মহার্ঘভাতা পাওয়ার কথা ছিল , তাই এবার দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। তেব এক্ষেত্রে তাঁরা ডিএ বা মহার্ঘভাতা দেরিতে পাওয়ায় এরিয়ারকবে পাবেন, বা তা কীভাবে দেওয়া হতে পারে, সেই বিষয়টি স্পষ্ট নয়।

করোনা পরিস্থিতি ও কয়েকটি সিদ্ধান্ত

করোনা পরিস্থিতিতে ডিয়ারনেস রিলিফের টাকা থেকে করোনায় বিধ্বস্ত ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করেছে নির্মলা সীতারমনের দফতর। কেন্দ্রীয় অর্থমন্ত্রক ৩৭,৫৩০.০৮ কোটি টাকা গতবার মহার্ঘভাতা বন্ধ করে মজুত করতে পেরেছে বলে খবর।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More NARENDRA MODI News  

Read more about:
English summary
Central government Employees DA raised by 11 parcent