'ইউপি কা বেটি', ২০১৭-র ডাহা ফেল ফরমুলা-সুপার হিট বঙ্গে, পিকের বাংলা মডেলেই ছক সাজাচ্ছে কংগ্রেস

বাংলা নিজের মেয়েকে চায়। ২০১৭-য় উত্তর প্রদেশের ভোটে ডাঁহা ফেল হওয়া ফর্মুলাই ম্যাজিক দেখিয়েছে বাংলার ভোটে। ২০২২-র উত্তর প্রদেশ বিধানসভা ভোটে কী ফের সেই ফরমূলাতেই খেলতে চলেছেন প্রশান্ত কিশোর। সোনিয়া-প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে পিকে-র বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা। নইলে অভিমান ভুলে ফের রাহুলের সঙ্গে সাক্ষাৎ কেন। গত কাল থেকে তোলপাড় রাজ্য রাজনীতি।

প্রশান্ত কিশোর-সোনিয়া বৈঠক

গতকাল সকলকে চমকে দিয়েই এক প্রকার রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। সেখানে কেবল রাহুল গান্ধীই ছিলেন না। ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধীও। সোনিয়া গান্ধীর উপস্থিতি সেই বৈঠকের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছিল। তারপরেই জল্পনা শুরু হয় শুধু পাঞ্জাব এবং উত্তর প্রদেশের ভোট নয় ২০২৪-কে টার্গেট করেই প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করছে কংগ্রেস।

ইউপি কি বেটি

২০১৭ সালে উত্তর প্রদেশের ভোটে প্রশান্ত কিশোরকে উপদেষ্টা হিসেবে নিযুক্ত করেছিলেন রাহুল গান্ধী। সেবারের ভোটে পিকের ফরমূলা ছিল ইউপি-কি-বেটি। কিন্তু সেই ফরমূলা ডাঁহা ফেল করে। যাকে বলে একেবারে গোহারা হেরেছিল কংগ্রেস। অথচ সেই ফরমূলাই সুপার হিট হয়েছে বাংলার ভোটে। বাংলা নিজেরে মেয়েকে চায় স্লোগানেই একুশের ভোটে বিজেপিকে ধরাশায়ী করেছে টিপ পিকে। ২০২২-র উত্তর প্রদেশ বিধানসভা ভোটে সেই ফরমূলাকেই ফের কাজে লাগাতে চাইছেন প্রশান্ত কিশোর। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

কংগ্রেসের সঙ্গে বিরোধ

উত্তর প্রদেশের বিধানসভা ভোেটর পর প্রশান্ত কিশোরের সঙ্গে প্রবল বিরোধ তৈরি হয়েছিল কংগ্রেসের। রাগে কংগ্রেসের সঙ্গে আর কাজ করবেন না বলে জানিয়েছিলেন প্রশান্ত কিশোর। কংগ্রেসও তখন হারের জন্য প্রশান্ত কিশোরকেই দায়ী করেছিলেন। দুই তরফের মান অভিমানে এক প্রকার ইতি টেনেছিলেন সম্পর্ক। একুশের ভোটের সাফল্য প্রশান্ত কিশোরের সেই ব্যর্থতার ভাবমূর্তি ভেঙে দিয়েছে। প্রশান্ত কিশোর প্রমাণ করে দিয়েছেন তার ফরমূলাই ঠিক িছল উত্তর প্রদেশ। পারেনি কংগ্রেস। তাই হয়তো অস্তিত্ব রক্ষার তািগতে পিকের কাছেই আসতে হয়েছে রাহুলদের।

২০২৪ টার্গেট

তবে শুধু উত্তর প্রদেশ, পাঞ্জাবের ভোট নয় ২০২৪-র লোকসভা ভোট নিয়েই প্রশান্ত কিশোরের চাণক্যনীতি চাইছে কংগ্রেস। আর তাতে বাংলাকেই মডের করে এগোনোর ভাবনা চিন্তা করা হচ্ছে বলে সূত্রের খবর। সাম্প্রতিক কাজে বাংলায় বিজেপির বিপুল হার। এবং পিকের সফর ফরমূলা জাতীয় রাজনীতিতে বিজেপিকে বড় ধাক্কা দিয়েছে। সেই রণকৌশলকে হাতিয়ার করেই হয়তো ২০২৪-র ভোট যুদ্ধে শান দিতে চাইছে প্রশান্ত কিশোর। সেকারণেই অমরিন্দর সিং থেকে শুরু করে শরদ পাওয়ার সকলের সঙ্গেই দফায় দফায় আলোচনা হয়েছে প্রশান্ত কিশোরের।

‘একুশে জুলাই'য়ের দিল্লি পাড়ি, ২০২৪-এর লক্ষ্যে জাতীয় রাজনীতিতে মুখ হতে চাইছে তৃণমূল‘একুশে জুলাই'য়ের দিল্লি পাড়ি, ২০২৪-এর লক্ষ্যে জাতীয় রাজনীতিতে মুখ হতে চাইছে তৃণমূল

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More PRASHANT KISHOR News  

Read more about:
English summary
Prashant Kishor meeting with Sonia Gandhi make new speculation over UP election