২১ জুলাইয়ের আগে পুরনো ফর্মে মুকুল, ছেলে রোহনকে নিয়ে সোমেন পত্মী শিখার দলবদল জল্পনা

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিত মুখোপাধ্যায়ের (abhijit mukherjee) তৃণমূলে যোগদানের পরে এবার কি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের (somen mitra) স্ত্রী ও পুত্র শিখা (sikha mitra) ও রোহনও (rohan mitra) কি তৃণমূলের পথে? অধীর চৌধুরীকে চিঠি পাঠিয়ে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ ছাড়ার পর থেকে জল্পনা আরও তীব্র হয়ে উঠছে। তবে এর সঙ্গে যুক্ত হয়ে পড়েছে মুকুল রায়ের (mukul roy) নামও।

যোগ্য বলেও চিঠিতে অধীরকে আক্রমণ রোহনের

রোহন মিত্র অধীর চৌধুরীকে চিঠি দিয়ে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ ছাড়ার কথা জানিয়েছেন। চিঠিতে তিনি অধীর চৌধুরীর বিরুদ্ধে স্বাচ্ছেতারিতা এবং প্রতিহিংসামূলক রাজনীতির অভিযোগ তুলেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, সোমেন মিত্র মারা যাওয়ার পরেই অধীর চৌধুরীই প্রদেশ কংগ্রেসের যোগ্যতম নেতা। তবে দল ছাড়ছেন না বলে জানিয়েছেন তিনি।
ভোটের আগে অবশ্য শিখা মিত্র নাম না করে অধীর চৌধুরীকে নিশানা করে তোপ দেগেছিলেন। তিনি বলেছিলেন, সোমেন মিত্র যাঁদেরকে লালন-পালন করেছিলেন, তাঁরাই পদ পেয়ে খারাপ ব্যবহার করছে।

শিখা বলেছিলেন মমতাই এখন বিজেপি বিরোধিতার প্রধান মুখ

দিন কয়েক আগে প্রাক্তন তৃণমূল বিধায়ক শিখা মিত্র বলেছিলেন, মমতাই এখন বিজেপি বিরোধিতার প্রধান মুখ। আর ভোটের আগে তিনি বলেছিলেন, লড়াইটা লড়বেন কংগ্রেসে থেকেই। আর ভোটের ফল প্রসঙ্গে রোহন বলেছিলেন, মালদহ, মুর্শিদাবাদে কংগ্রেসের লোকেরাই তৃণমূলকে ভোট দিয়েছে। যা নিয়েই অনেকেই জল্পনা করছেন তৃণমূলের প্রতি নরম শিখা মিত্র এবং রোহন মিত্র।

মুকুল রায়ের সঙ্গে কথা নিয়ে জল্পনা

সূত্রের খবর অনুযায়ী, গত দিন কয়েকের মধ্যে শিখা মিত্রের সঙ্গে ফোনে কথা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়ের। তবে এব্যাপারে সাফাই দিয়ে বলা হয়েছে স্ত্রী মারা যাওয়ার পরে এটা সৌজন্য সাক্ষাৎ, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। তবে ব্যক্তি যেহেতু মুকুল রায়, তাই তৃণমূলে গিয়ে পুরনো ফর্মে ফিরে গিয়েছেন বলেও অনেকেই মন্তব্য করেছেন।

শুভেন্দুর প্রস্তাব মানেননি শিখা

প্রসঙ্গত উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনের আগে বাড়িতে গিয়ে শুভেন্দু অধিকারী শিখা মিত্রকে বিজেপির টিকিটে চৌরঙ্গী থেকে লড়াই করার প্রস্তাব দিয়েছিলেন। বেশ কয়েকদিন সময়ে নিয়েও কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন শিখা। বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তিনি তুলেছিলেন।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More CONGRESS News  

Read more about:
English summary
Somen Mitra's son Rohan Mitra and wife Sikha Mitra may join TMC as Mukul Roy meets them
Story first published: Wednesday, July 14, 2021, 16:31 [IST]