যোগ্য বলেও চিঠিতে অধীরকে আক্রমণ রোহনের
রোহন মিত্র অধীর চৌধুরীকে চিঠি দিয়ে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ ছাড়ার কথা জানিয়েছেন। চিঠিতে তিনি অধীর চৌধুরীর বিরুদ্ধে স্বাচ্ছেতারিতা এবং প্রতিহিংসামূলক রাজনীতির অভিযোগ তুলেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, সোমেন মিত্র মারা যাওয়ার পরেই অধীর চৌধুরীই প্রদেশ কংগ্রেসের যোগ্যতম নেতা। তবে দল ছাড়ছেন না বলে জানিয়েছেন তিনি।
ভোটের আগে অবশ্য শিখা মিত্র নাম না করে অধীর চৌধুরীকে নিশানা করে তোপ দেগেছিলেন। তিনি বলেছিলেন, সোমেন মিত্র যাঁদেরকে লালন-পালন করেছিলেন, তাঁরাই পদ পেয়ে খারাপ ব্যবহার করছে।
শিখা বলেছিলেন মমতাই এখন বিজেপি বিরোধিতার প্রধান মুখ
দিন কয়েক আগে প্রাক্তন তৃণমূল বিধায়ক শিখা মিত্র বলেছিলেন, মমতাই এখন বিজেপি বিরোধিতার প্রধান মুখ। আর ভোটের আগে তিনি বলেছিলেন, লড়াইটা লড়বেন কংগ্রেসে থেকেই। আর ভোটের ফল প্রসঙ্গে রোহন বলেছিলেন, মালদহ, মুর্শিদাবাদে কংগ্রেসের লোকেরাই তৃণমূলকে ভোট দিয়েছে। যা নিয়েই অনেকেই জল্পনা করছেন তৃণমূলের প্রতি নরম শিখা মিত্র এবং রোহন মিত্র।
মুকুল রায়ের সঙ্গে কথা নিয়ে জল্পনা
সূত্রের খবর অনুযায়ী, গত দিন কয়েকের মধ্যে শিখা মিত্রের সঙ্গে ফোনে কথা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়ের। তবে এব্যাপারে সাফাই দিয়ে বলা হয়েছে স্ত্রী মারা যাওয়ার পরে এটা সৌজন্য সাক্ষাৎ, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। তবে ব্যক্তি যেহেতু মুকুল রায়, তাই তৃণমূলে গিয়ে পুরনো ফর্মে ফিরে গিয়েছেন বলেও অনেকেই মন্তব্য করেছেন।
শুভেন্দুর প্রস্তাব মানেননি শিখা
প্রসঙ্গত উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনের আগে বাড়িতে গিয়ে শুভেন্দু অধিকারী শিখা মিত্রকে বিজেপির টিকিটে চৌরঙ্গী থেকে লড়াই করার প্রস্তাব দিয়েছিলেন। বেশ কয়েকদিন সময়ে নিয়েও কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন শিখা। বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তিনি তুলেছিলেন।