অলৌকিক এক ঘটনা! শিবমন্দিরের পাশে থাকা রহস্যময় কুয়ো থেকে মিলছে ১০০-২০০ এবং ৫০০ টাকার নোট

করোনা পরিস্থিতিতে টলমল দেশের অর্থনীতি! লম্বা লকডাউনের কারণে কার্যত ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি। কেউ চাকরি হারাচ্ছেন তো কারুর আবার বেতন কমে যাচ্ছে। মানুষের হাতে অর্থ নেই। তবে অতিমারীর সময় যখন দেশের একটা বড় অংশের মানুষ ব্যাপক ভাবে অর্থ কষ্টে রয়েছে সেখানে দাঁড়িয়ে আশ্চর্য হয়ে যাওয়ার মতো এক খবর সামনে এসেছে।

উত্তরপ্রদেশের কানপুরের এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত ভিড় জমে গিয়েছে এলাকাতে। ভাবছেন তো কি এমন ঘটনা? হ্যাঁ! একেবারেই অবাক করে দেওয়ার মতো ঘটনাই বটে!!

মন্দিরের কুয়ো থেকে বিপুল পরিমাণ টাকা

জানা গিয়েছে, এলাকার এক প্রাচীন শিব মন্দিরের কুয়ো থেকে বিপুল পরিমাণ টাকা বেরিয়ে আসছে! হাতড়ালেই বের হচ্ছে টাকা। কখনও ১০০ টাকার নোট, আবার কখণও দু হাজার টাকাও বেরিয়ে আসছে। এমনকি খুচরো চাইলে তাও... অর্থাৎ ২০০ টাকা ৫০০ টাকার নোটও রহস্যময় কুয়ো থেকে বেরিয়ে আসছে! এই ঘটনা সামনে আসার পর থেকেই রীতিমত চাঞ্চল্য তৈরি হয়ে গিয়েছে। অলৌকিক ওই কুয়োর সামনে ভিড় জমে গিয়েছে এলাকার মানুষের। কেউ অলৌকিক সেই কুয়ো দেখতে আসছেন আবার কেউ টাকা পাওয়ার লোভে আসছেন।

শুকো কুয়ো থেকে বেরিয়ে আসছে টাকা!

গ্রামের একপাশে একটি কোনাতে কুয়ো ছিল। জানা যাচ্ছে, ওই এলাকাতে আরও একটা কুয়ো রয়েছে। ৪০ ফুট গভীর একটা কুয়ো রয়েছে। দুপুরে কিছু ছেলে ওই এলাকাতে খেলছিল। হঠাত করেই ওই কুয়োর আশেপাশে বেশ কিছু নোট পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। এরপরে টা কুড়োতে গিয়ে অবাক কান্ড সামনে আসে।

বেরিয়ে আসছে ২০০, ৫০০ টাকার নোট!

এবার একের পর এক নোট বেরিয়ে আসতে দেখা যায়। হাতড়ালেই বের হচ্ছে টাকা। কখনও ১০০ টাকার নোট, আবার কখণও দু হাজার টাকাও বেরিয়ে আসছে। এমনকি খুচরো চাইলে তাও... অর্থাৎ ২০০ টাকা ৫০০ টাকার নোটও রহস্যময় কুয়ো থেকে বেরিয়ে আসছে!

কয়েক হাজার টাকা বেরিয়েছে!

দূর দূর থেকে রহস্যময় কুয়ো দেখতে ভিড় বাড়তে থাকে। লোকমুখে একের পর এক এলাকাতে ছড়িয়ে পড়ে এই কুয়োর কথা। আর টা শোনার পর থেকে বিভিন্ন জায়গা থেকে লোক জমা হচ্ছে ওই এলাকাতে। এখনও পর্যন্ত প্রায় ১০ হাজার টাকা ওই কুয়ো থেকে বেরিয়েছে। এমনটাই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এখণও পর্যন্ত কয়েক হাজার টাকা ওই কুয়ো থেকে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More WALL News  

Read more about:
English summary
kanpur 500 and 2000 currency notes coming out from a dried well