পুলিশি জেরার ভয়ে অজ্ঞান হওয়ার ভান, মাংসের ঝোলের গন্ধ ধরিয়ে দিল অভিযুক্তের নাটক

পুলিশি জেরার ভয়ে টানা তিনদিন ধরে অচৈতন্য হয়ে থাকার ভান করে থাকল এক ব্যক্তি। তবে সেই নাটক আর বেশিদিন চালাতে পারেনি সে। রান্না করা গরুর মাংসের ঝোলের গন্ধে সটান উঠে বসল ওই ব্যক্তি। এই ঘটনাটি ঘটেছে চিনের হুবেই প্রদেশে।

পুলিশি জেরার ভয়ে অজ্ঞান হওয়ার ভান, মাংসের ঝোলের গন্ধ ধরিয়ে দিল অভিযুক্তের নাটক

৭ জুলাই এক প্রতারণার সঙ্গে যুক্ত থাকার জন্য চিনের হুবেই প্রদেশের জিওগান থেকে পুলিশ গ্রেফতার করে এক ব্যক্তিকে। যদিও গ্রেফতারের পরই সে অসুস্থ হয়ে পড়ে এবং পুলিশের জেরা এড়ানোর জন্য সে অজ্ঞান হয়ে যায়। তাকে এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা নানান পদ্ধতি প্রয়োগ করে তাকে জাগানোর চেষ্টা করেন। তার নাটকের কায়দা এমনই যে দু’‌দিন পেরিয়ে গেলেও ওই ব্যক্তিকে জাগানো যায় না।

অবশেষে তৃতীয় দিনে মাংসের ঝোল ও ভাতের গন্ধে জেগে ওঠে ওই ব্যক্তি। এক পুলিশ কর্মী অভিযুক্তের বেডের পাশে বসে নিজের খাবার খাচ্ছিলেন এবং সুস্বাদু খাবারের গন্ধ নাকে আসায় ওই ব্যক্তি আর নাটক করে থাকতে পারে না। ওই পুলিশ কর্মী জানান যে ভাতের গন্ধ খুব জোরালো ছিল এবং সারা ঘরে তা ছড়িয়ে পড়ে যখন তিনি খাচ্ছিলেন। এরপরই অভিযুক্ত ধীরে ধীরে তার মাথা নাড়াতে শুরু করে এবং উঠে পড়ে। অভিযুক্ত স্বীকার করেছে যে খাবারের কারণেই সে হাল ছাড়তে বাদ্য হয়। সে বলে, '‌আমি তিনদিন ধরে কিছুই খাইনি। আমার চারপাশে খাবারের গন্ধ ছড়িয়ে পড়তেই আমার খালি পেট আর কিছুতেই তা সহ্য করতে পারছিল না।’‌

অন্যদিকে, গত মাসে অসমের এক ব্যক্তি নিজেকে জোরহাটের টিটাবরের জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পরিচয় দিয়ে প্রেমিকার জন্মদিনের পার্টিতে যায়, পুলিশ গ্রেফতার করেছে ওই ব্যক্তিকে। বিশ্বজিৎ দত্ত নামে ওই ব্যক্তি ঢেকিয়াজুলিতে তার প্রেমিকার জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করে। ভাড়া গাড়ির সামনে সে '‌জেলা শাসক’‌লেখা প্রিন্ট লাগায়। অভিযুক্ত গাড়ির চালককেও টাকা দেওয়ার নাম করে প্রতারিত করেছিল।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More CHINA News  

Read more about:
English summary
The accused pretended to be faibted for three days after the arrest to avoid police interrogation