আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ-২ শুরুর আগে লক্ষ্য স্থির বিরাট-রুট-কেনের

নতুন পয়েন্ট সিস্টেম-সহ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ শুরুর ঘোষণা আজই আনুষ্ঠানিকভাবে করেছে আইসিসি। ওয়ানইন্ডিয়া বাংলায় দুই সপ্তাহ আগে যে পয়েন্ট সিস্টেম এবং বিভিন্ন দেশের খেলার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছিল তা নির্ভুল প্রমাণিত হয়েছে। আগামী মাসে ভারত-ইংল্যান্ড সিরিজ দিয়েই শুরু হবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী চক্রের খেলা।

কেনের কথায়

প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউদাম্পটনে ভারতকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। কিউয়ি অধিনায়কের কথায়, প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হওয়া আমাদের কাছে নিঃসন্দেহে স্পেশ্যাল। পরবর্তী সংস্করণের দিকে তাকিয়ে রয়েছি। এই টুর্নামেন্ট টেস্ট ক্রিকেটে অন্য মাত্রা যোগ করে এর আকর্ষণ ও গুরুত্ব যে বাড়িয়েছে সে কথাও উল্লেখ করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক। তিনি বলেন, ভারতের বিরুদ্ধে ফাইনাল ঘিরে যে আগ্রহ লক্ষ্য করা গিয়েছে তা অসাধারণ ব্যাপার। খেতাব দখলে রাখার চ্যালেঞ্জ যে বড় হবে সেটা আমরা জানি। প্রতিটি সিরিজে আমাদের প্রস্তুতি যাতে পর্যাপ্ত থাকে তা নিশ্চিত করেই এগোতে চাইছি। আমাদের দলগত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখাই মূল লক্ষ্য।

বিরাট লক্ষ্য

ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে পারা একটা দারুণ বিষয়। দুই দলের মধ্যে যে লড়াই হয়েছে তা স্মরণীয় হয়ে থাকবে। শুধু ফাইনাল নয়, গোটা চ্যাম্পিয়নশিপেই আমাদের ক্রিকেটাররা ভালো করার বিষয়ে দৃঢ়প্রত্যয়ী ছিলেন। এই চ্যাম্পিয়নশিপকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহও ছিল উল্লেখযোগ্য। আমি নিশ্চিত তাঁরা পরবর্তী সংস্করণের জন্য অপেক্ষা করে থাকবেন। আমরা আবার সকলে মিলে দ্বিতীয় সংস্করণের শুরুটা ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো খেলেই করতে চাই। আমি আশাবাদী, আমাদের খেলা ক্রিকেটপ্রেমীদের আনন্দ দেবে।

তাকিয়ে রুট

ভারতের মাটিতে টেস্ট সিরিজে এগিয়ে গিয়েও হারার পর দেশের মাটিতে পাঁচ টেস্টের সিরিজে মধুর প্রতিশোধ নিতে মুখিয়ে জো রুটের ইংল্যান্ড। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে দুই টেস্টের সিরিজে ০-১ ব্যবধানে ঘরের মাটিতে সিরিজ হারতে হয়েছে। সিরিজ হারের হ্যাটট্রিক এড়ানোর লক্ষ্যে নামার আগে রুট বলেছেন, ফাইনালিস্ট ভারতের বিরুদ্ধে সিরিজ দিয়ে আমরা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র শুরু করতে চলেছি। নিঃসন্দেহে এটা দারুণ আকর্ষণীয় চ্যালেঞ্জ হবে। ভারতের যথেষ্ট ভালো অল-রাউন্ড দল। সেই দল আমাদের চেনা পরিবেশে পরীক্ষার মুখে পড়বে। প্রথমবার আমরা অল্পের জন্য ফাইনালে উঠতে পারিনি। এবার ফাইনালে যাতে উঠতে পারি তা নিশ্চিত করতেই ভালো খেলতে হবে। টেস্ট ক্রিকেট এমন একটি ফরম্যাট যেখানে সকলেই নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত থাকি। এবার প্রতি ম্যাচে যেভাবে পয়েন্ট থাকছে তাতে সকলে নিজেদের সেরাটাই দেবেন।

পয়েন্ট সিস্টেম

এবারের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনও ম্যাচ জিতলে মিলবে ১২ পয়েন্ট, ড্র হলে চার এবং টাই হলে ছয়। আইসিসি-র ভারপ্রাপ্ত চিফ এগজিকিউটিভ জিওফ অ্যালারডাইস জানিয়েছেন, আগেরবার যে পয়েন্ট সিস্টেম ছিল তাতে কিছু রদবদলের প্রস্তাব এসেছিল। এরপর ক্রিকেট কমিটি সবদিক পর্যালোচনা করে নতুন পয়েন্ট সিস্টেমের কথা জানিয়েছে। দুই টেস্টের সিরিজ যেমন থাকছে তেমনই পাঁচ টেস্টের সিরিজও থাকছে। সবদিকে সামঞ্জস্য রেখেই যাতে ক্রমতালিকা তৈরি করা যায় তা নিশ্চিত করতেই এই নতুন পয়েন্ট সিস্টেম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণের মতোই দ্বিতীয় সংস্করণেও ৯টি দলই তিনটি করে হোম ও অ্যাওয়ে সিরিজ খেলবে। সবচেয়ে বেশি ২২টি টেস্ট খেলবে ইংল্যান্ড। তারপর ভারত (১৯) ও অস্ট্রেলিয়া (১৮)। দক্ষিণ আফ্রিকা ১৫টি ও বাংলাদেশ ১২টি টেস্ট খেলবে। নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ খেলবে ১৩টি করে টেস্ট। ভারত হোম টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। টেস্টের সংখ্যা যথাক্রমে ২, ৩ ও ৪। ইংল্যান্ডে পাঁচটি, দক্ষিণ আফ্রিকায় ৩টি এবং বাংলাদেশে দুই টেস্টের সিরিজও খেলবে ভারত।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More ICC WORLD TEST CHAMPIONSHIP News  

Read more about:
English summary
Virat Kohli Joe Root Kane Williamson Looking Forward To Doing Best In ICC World Test Championship. Second Cycle Of ICC World Test Championship Starting Next Month With India-England Series.