বাড়ছে ঘাটতি, এখনও প্রয়োজন ১১০০ কোটি ডোজ! কোথায় দাঁড়িয়ে গোটা বিশ্বের করোনা টিকাকরণ চিত্র

ভারতের পাশাপাশি গোটা বিশ্বজুড়েই বাড়ছে টিকা সঙ্কট। ভাঁড়ারে টানা পড়ায় একাধিক দেশে কমে গিয়েছে টিকাকরণের গতিও। এমতাবস্থায় আরও উদ্বেগের কথা শোনাচ্ছে রাষ্ট্রপুঞ্জ। মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি-জেনারেল আন্তোনিও গুতেরেস দাবি করেন গোটা বিশ্বের ৭০ শতাংশ মানুষের টিকাকরণ সম্পন্ন করতে এখনও ১১০০ কোটি টিকা ডোজ দরকার। আর তার এই মন্তব্যের পরেই নতুন করে চাপানৌতর শুরু হয়েছে বিশ্বজুড়েই।

এদিকে ইতিমধ্যেই ফের রাষ্ট্রপুঞ্জের মহাসচিব পদে নির্বাচিত পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেস। গত মাসেই দ্বিতীয়বারের জন্য ওই পদে তাঁর নাম ঘোষণা করেন নিরাপত্তা পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি ভলক্যান বজকির। তারপর থেকেই করোনা মোকাবলিয়া নতুন করে উদ্যোগী হয়েছেন তিনি।

এদিকে পরিসংখ্যান বলছে বর্তমানে বিশ্বের ২৫.৪ শতাংশ মানুষ এখনও পর্যন্ত করোনা টিকার একটি ডোজ পেয়ে গিয়েছেন। এখনও পর্যন্ত বিশ্বজুড়ে সামগ্রিক ভাবে ৩৪৭ কোটি টিকা ডোজ দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্বজুড়ে দৈনিক ভাবে গড়ে ২.৯২ কোটি টিকা ডোজ দেওয়া হচ্ছে বলে খবর। যদিও টিকাকরণে স্বভাবতই এগিয়ে উন্নত দেশগুলি। অন্যদিকে উন্নয়নশীল ও গরীব দেশগুলিতে এখনও পর্যন্ত গড়ে মাত্র ১ শতাংশ মানুষ করোনা টিকার একটি ডোজ পেয়েছেন।

লালফিতের গেরোয় মার্কিন টিকা, জরুরি আমদানির আইনি জটিলতা কাটাতে হিমশিম খাচ্ছে ভারতলালফিতের গেরোয় মার্কিন টিকা, জরুরি আমদানির আইনি জটিলতা কাটাতে হিমশিম খাচ্ছে ভারত

অন্যদিকে এখনও পর্যন্ত গোটা বিশ্বে টিকাকরণে শীর্ষে রয়েছে ভারত। ভারতে এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৩৮ কোটির কিছু বেশি মানুষ। একটি ডোজ পেয়েছে দেশের ৩৫ শতাংশের বেশি মানুষ। সেখানে দুটি ডোজ পেয়েছেন মাত্র ৫ শতাংশ মানুষ। অন্যদিকে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা। সেখানে এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৩৩ কোটির বেশি মানুষ। আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেথানে এখনও পর্যন্ত টিকা পেয়েছেন সাড়ে ১১ কোটির বেশি মানুষ।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More CORONA VACCINE News  

Read more about:
English summary
Two-thirds of the world's population still needs 1.1 billion doses to vaccinat