ভ্যাক্সিন কম! রাজ্যে-রাজ্যে বন্ধ হচ্ছে ভ্যাকসিনেশন সেন্টার

চলতি বছরের শেষে দেশের ১৮ উর্ধ্ব জনসংখ্যার সবাইকে দুটি ভ্যাকসিনের আওতায় আনতে চাইছে মোদী সরকার৷ এই লক্ষ্য স্পর্শ করার জন্য অগাস্ট থেকে প্রতিদিন ১ কোটি ভ্যাকসিনের লক্ষ্যমাত্রা নির্ধারিত করেছে দেশ৷ এমনকি সারা বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যায় একদিনে ভ্যাকসিনেশন (৮৬ লক্ষ) করে দেখিয়েছে ভারত৷

এত কিছু সত্ত্বেও সব রাজ্যে সফলভাবে ভ্যাকসিনের যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। কয়েকটি রাজ্য কেন্দ্র নির্ধারিত মাসিক ভ্যাকসিনের থেকে অনেক বেশি ভ্যাকসিন চাইছে। এমনকি ভ্যাকসিন না থাকার কারণে তাদের রাজ্যে বেশ কয়েকটি ভ্যাকসিন সেন্টার বন্ধের কথাও বলেছে কয়েকটি রাজ্য৷

কোথায় দাঁড়িয়ে ভ্যাকসিনেশন?

কেন্দ্র সরকার নতুন ভ্যাকসিন পলিসি নিয়ে আসার পর ২১ জুন পর্যন্ত প্রায় ৯১ লক্ষ ভ্যাকসিন ডোজ পাঠানো হয়েছিল রাজ্যগুলিকে। ২৭ শে জুন যে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় প্রায় ৪ কোটিগে। ৫ থেকে ১১ জুলাইয়ে রাজ্যগুলিতে কেবলমাত্র ২.৩ কোটি ডোজ পাঠানো হয়েছে। জানুয়ারিতে এই নিয়ম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সারা দেশে প্রায় ৩৮ কোটি টিকা দেওয়া হয়েছে।

কী বলছে তামিলমাড়ু?

স্টালিনের রাজ্য জানিয়েছে তাদের হাতে ৩,৯৬,৭৫০ টি ভ্যাকসিন ডোজ রয়েছে। এবং রাজ্যে দু'তি ডোজ মিলিয়ে ১১.৫ কোটি ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে৷ যেখানে কেন্দ্র থেকে ১.৬৭ কোটি ডোজ দেওয়া হয়েছে তামিলনাড়ুকে। আরও অন্তত ১ কোটি ডোজ এ মাসেই চেয়েছে তামিলনাড়ু৷

কী বলছে মহারাষ্ট্র?

মহারাষ্ট্রকে এ পর্যন্ত ৩.৭ কোটি ভ্যাকসিন পাঠানো হয়েছে। রাজ্য সরকার দাবি করেছে তারা প্রতিদিন ১৫ লক্ষ ভ্যাকসিনেশনে সক্ষম। স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেছেন, গত সপ্তাহে কেন্দ্র থেকে ৭০ লক্ষ ডোজ এসেছে যা মাত্র তিন দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছে। কেন্দ্রের কাছে পরের মাসে তিন কোটি ডোজ দেওয়ার দাবিতে বিধানসভায় একটি প্রস্তাব পাস করিয়েছে মহারাষ্ট্র

কর্ণাটকে কত টিকা?

কর্ণাটকে যারা প্রথম টিকা পেয়েছিলেন এবং দুটি ডোজ সম্পূর্ণ হয়েছে তাদের মধ্যে ব্যবধান প্রায় ২৩ শতাংশ৷ রাজ্যের স্বাস্থ্য কমিশনার কে.ভি. ত্রিলোক চন্দ্র জানিয়েছেন, ভ্যাকসিন সম্পূর্ন হয়েছে এরকম লোকের সংখ্যা কম কারণ কোভিশিল্ডের দুটি ডোজের মাঝে ১২-১৫ সপ্তাহের পার্থক্য রাখার নিয়ম মে থেকে চালু হয়েছে৷ যে মে মাসে চালু হয়েছিল ১২-১৫ সপ্তাহের ব্যবধানের জন্য। তবে আগামী দিনে ভ্যাকসিনেশন আরও বাড়বে বলে তিনি আশাবদী।

পশ্চিমবঙ্গে কত টিকা?

জুন মাসে পশ্চিমবঙ্গকে ৯২ লক্ষ ভ্যাকসিন ডোজ পাঠানোর কথা ঘোষণা করেছে কেন্দ্র। যদিও এতে একদমই সহমত নন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন জুনে অন্তত ২ কোটি ভ্যাকসিন দেওয়া হোক পশ্চিমবঙ্গকে৷

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More INDIA News  

Read more about:
English summary
Vaccine is low! Vaccination centers are being closed in every state