আবহাওয়ার পূর্বাভাস নয়, করোনার তৃতীয় তরঙ্গ নিয়ে হাল্কা মেজাজ ঠিক হচ্ছে না, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

করোনার থার্ড ওয়েভ নিয়ে হাল্কা মেজাজে চলার কিছু নেই। আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার মতো অনেকেই হালকা মেজাজে নিচ্ছেন। ফের রাজ্য গুলিকে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। থার্ড ওয়েভ যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবার বিষয় বলে সতর্ক করেছে কেন্দ্র। আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাহাড়ের রাজ্যগুলিতে পর্যটকের ঢল নিয়ে সতর্ক করেছেন।

থার্ড ওয়েভ নিয়ে সতর্ক করল কেন্দ্র

করোনার থার্ড ওয়েভ নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। হালকা মেজাজে নিলে হবে না। যেভাবে লকডাউন শিথিল হতেই মাস্ক ছাড়া বাজারে ভিড় করছেন সাধারণ মানুষ তাতে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। করোনার থার্ড ওয়েভ আবহাওয়ার পূর্বাভাস নয়। কাজেই অতটা হাল্কা মেজাজে সেটাকে নিলে চলবে না। আগের মতোই সাবধান এবং সতর্ক হয়ে চলতে হবে সতর্ক করেছে স্বাস্থ্যমন্ত্রক।

প্রধানমন্ত্রীর সতর্কতা

আগেই রাজ্যগুলির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন পাহাড়ি রাজ্যে পর্যটকদের বেপরোয়া আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মাস্ক ছাড়া যেভাবে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে পর্যটকের ঢল নেমেছে তা যথেষ্ট উদ্বেগের বিষয় বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী মোদী। উত্তর পূর্বের রাজ্য গুলির সঙ্গে বৈঠকে এই নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

তৃতীয় ঢেউয়ের আশঙ্কা

গোটাদেশে করোনার দৈনিক সংক্রমণ অনেকটাই কমে এসেছে। কিন্তু এখনও থার্ড ওয়েভের আশঙ্কা রয়েছে। একাধিক রাজ্য লকডাউন শিথিল করায় মানুষ বাজার হাটে ভিড় করতে শুরু করেছে। পর্যটকরাও বেরিয়ে পড়েছেন ঘুরতে। গত দেড় বছর ধরে করোনার কারণে পর্যটন শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু গত কয়েকদিনে সিমলা, মানালি, ধর্মশালায় যে পর্যটকদের ভিড় দেখা গিয়েছে তা নজির বিহীন। আর তাতেই নতুন করে শঙ্কার মেঘ দেখছে কেন্দ্র।

করোনা টিকাকরণ কমছে

এদিকে করোনা ভাইরাসের টিকাকরণ কমতে শুরু করেছে। দিনে যেখানে ১ কোটি করোনা টিকাকরণের টার্গেট নিয়েছিল মোদী সরকার। সেটা হঠাৎ করেই অনেকটা কমে গিয়েছে। সেই মাত্রায় করোনার টিকাকরণ হচ্ছে না। অনেকটাই কমে এসেছে করোনার টিকাকরণের মাত্রা।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Health ministry alert for Coronavirus third wave in not as light as weather report
Story first published: Tuesday, July 13, 2021, 20:17 [IST]