এবার প্রাক্তন কংগ্রেস (congress) সভাপতি রাহুল গান্ধীর (rahul gandhi) বাসভবনে প্রশান্ত কিশোর (prashant kishor)। এদিন দুপুরে প্রশান্ত কিশোর রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। দিন কয়েক আগে প্রশান্ত কিশোর মুম্বইতে গিয়ে এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের সঙ্গেও দেখা করেছিলেন। প্রসঙ্গত পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং সেখানকার কংগ্রেসের জন্য ভোটকুশলী হিসেবে নিযুক্ত করেছেন প্রশান্ত কিশোরকে।
এদিন প্রশান্ত কিশোর শুধু রাহুল গান্ধীর সঙ্গেই বৈঠক নয়, সেই বৈঠকে প্রিয়ঙ্কা গান্ধী ভডরা এবং কেসি ভেনুগোপাল উপস্থিত ছিলেন। ছিলেন পঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত নেতা হরিশ রাওয়াত। তাঁদের মধ্যে মূলত পঞ্জাব নিয়েই আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
বেশ কয়েকমাস আগে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং প্রশান্ত কিশোরকে তাঁর প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছিলেন। এরপর প্রশান্ত কিশোর সেখানকার কংগ্রেস বিধায়ক এবং দলের নেকাদের সঙ্গে বৈঠক করেছিলেন।
১১ জুন মুম্বইয়ে শারদ পাওয়ারের বাড়িতে গিয়ে দেখা করেছিলেন প্রশান্ত কিশোর। তারপর ২১ জুলাই তারা দিল্লিতে মিলিত হয়েছিলেন। সেই সময়ই জল্পনা তৈরি হয় ২০২৪-এর দিকে লক্ষ্য রেখে বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় পর্যায়ে লড়াইয়ের কোনও পরিকল্পনা করা হচ্ছে।
সম্প্রতি হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং তামিলনাড়ুতে ডিএমকে জোটের জয়ে প্রশান্ত কিশোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যদিও তিনি বলেছেন এবার ভোট কুশলীর দায়িত্ব থেকে তিনি অব্যাহতি নিতে চাইছেন। তারপরে প্রশান্ত কিশোরের সংখ্যা আইপ্যাকের সঙ্গে তৃণমূল কংগ্রেস ৫ বছরের জন্য চুক্তি করে।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!