যে তিন নেতাকে বহিষ্কার
যে তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন, এসসি মোর্চার সাধারণ সম্পাদক স্বপন বাউড়ি, কাশীপুর বিধানসভা এলাকায় আইটি সেলের কনভেনর শুভদীপ প্রামাণিক এবং বলরামপুর বিধানসভা এলাকার মণ্ডল সভাপতি অশ্বিনী সিং সর্দার।
নেতাদের বিরুদ্ধে যেসব অভিযোগ
বিজেপির তরফে জানানো হয়েছে স্বপন বাউড়ি এবারের বিধানসভা নির্বাচনে দলের নির্দেশ অমান্য করে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অন্যদিকে অশ্বিনী সিং সর্দারও বলরামপুর বিধানসভা থেকে দলের নির্দেশ অমান্য করে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অন্যদিকে শুভদীপ প্রামাণিক সোশ্যাল মিডিয়ায় দল ও নেতাদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছিলেন।
দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযুক্তরা
নিজেদের বিরুদ্ধে ওঠা দলবিরোধী কাজের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তিন নেতাই। স্বপন বাউড়ির অভিযোগ, দলের প্রকৃত কর্মীদের কোনও মর্যাদা নেই। দুর্নীতির সঙ্গে যুক্তদের টিকিট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে অন্ধ ধৃতরাষ্ট্র বলেও আক্রমণ করেছেন তিনি। অশ্বিনী সিং সর্দারের অভিযোগ স্বপন বাউড়ির মতোই। তাঁর দাবি দলের সঙ্গে যুক্ত প্রায় ৩০ বছর ধরে। এখন দলে পুরনো কর্মীদের কোনও মর্যাদা নেই। দলের নেতাদের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন তিনি। অন্যদিকে শুভদীপ প্রামাণিকের দাবি, তিনি সোশ্যাল মিডিয়ায় দল বিরোধী কোনও মন্তব্য করেননি।
তৃণমূলের কটাক্ষ
এদিকে বিজেপির এই বহিষ্কার পর্ব নিয়ে তীব্র কটাক্ষ করেছে শাসক তৃণমূল কংগ্রেস। তারা বলছে, গেরুয়া শিবিরে ভাগ-বাঁটোয়ারা নিয়েই যত দ্বন্দ্ব। দলের মধ্যে কোনও শৃঙ্খলাই নেই, সেই জন্যই এই পরিস্থিতি। প্রসঙ্গত পুরুলিয়ায় ২০১৯-এর লোকসভা নির্বাচনের থেকে ২০২১-এর বিধানসভা নির্বাচনে তুলনামূলক ফল ভাল করেছে তৃণমূল কংগ্রেস।