|
আইসক্রিম খাওয়ার পরিকল্পনা
ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর পছন্দ আইসক্রিম। প্রধানমন্ত্রী তাঁকে আজ বললেন, অলিম্পিক থেকে ফেরার পর আপনার সঙ্গে আমিও আইসক্রিম খাব। উল্লেখ্য, সিন্ধুর পছন্দ আইসক্রিম। কিন্তু খেলার কারণেই প্রিয় খাবারটি থেকে দূরেই থাকতে হয় সিন্ধুকে। আজ প্রধানমন্ত্রী ক্রীড়াবিদদের সঙ্গে আলাপচারিতার সময় সিন্ধুকে বলেন, আপনার বাবা-মায়ের আত্মত্যাগ আপনাকে এই জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে। তাঁরা তাঁদের কর্তব্য পালন করেছেন, এখন আপনার আরও একবার নিজের দক্ষতা দেখানোর সময়। কঠোর পরিশ্রম চালিয়ে যান এবং আমার দৃঢ় বিশ্বাস আপনি অলিম্পিকেও সফল হবেন। দেশে ফিরলে আমি আপনার সঙ্গে আইসক্রিম খাব। সিন্ধু নরেন্দ্র মোদীকে জানান, একজন ক্রীড়াবিদের কাছে ডায়েট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণেই আমি বেশি আইসক্রিম খেতে পারি না। তবে মাঝেমধ্যে একটু আধটু খাই!
|
আম পাড়তে গিয়ে
বিশ্বচ্যাম্পিয়ন তিরন্দাজ দীপিকা কুমারীর সঙ্গে কথোপকথন প্রধানমন্ত্রী শুরুই করেন আম পাড়া দিয়ে। ছোটবেলায় আম পাড়তে গিয়েই তির-ধনুক চালানো শুরু। প্রধানমন্ত্রীও বিষয়টি জেনে গিয়েছেন দেখে লাজুক দীপিকা ঘটনার সত্যতা স্বীকার করে নেন। বলেন, তখন বাঁশ থেকে বানানো ধনুক চালাতাম। অলিম্পিকে দীপিকার কাছ থেকে দেশ পদক প্রত্যাশা করছে। প্রধানমন্ত্রীও দীপিকাকে শুভেচ্ছা জানান।
|
মণিকার পছন্দ
টেবিল টেনিসে পদকের জন্য ভারতের অন্যতম ভরসা মণিকা বাত্রা। খেলার সময় তিনি হাতে জাতীয় পতাকা এঁকে রাখেন কেন সে ব্যাপারে জানতে চান প্রধানমন্ত্রী। মণিকা বলেন, সার্ভিসের সময় বাঁ হাত দেখতে পাই। সে কারণেই কোনও না কোনওভাবে তেরঙা থাকে আমার হাতে। অলিম্পিকেও ব্যতিক্রম হবে না। এরপরই মোদী মণিকাকে বলেন, টিটি-র পাশাপাশি আপনি নাচতেও ভালোবাসেন। এই পছন্দের কথা প্রধানমন্ত্রী জানেন দেখে মণিকা বলেন, নাচ চাপ কাটাতে তাঁকে সহায়তা করে। মণিকা যেভাবে শিশুদের বিনা পয়সায় টিটি শেখান তারও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
|
টেনিস নিয়ে সানিয়া
সানিয়া মির্জার কাছে প্রধানমন্ত্রী জানতে চান, ভারতের বিভিন্ন শহরে টেনিস ঘিরে আগ্রহ বাড়ছে। একজন ভালো মানের টেনিস খেলোয়াড় হতে গেলে কী কী করা দরকার? গত পাঁচ ছয় বছরে দেশে খেলাধুলোর পরিকাঠামোয় কতটা বদল এসেছে সে প্রশ্নের উত্তরে সানিয়া বলেন, ক্রিকেটের পাশাপাশি অন্য ক্রীড়াক্ষেত্রেও যে দেশের হয়ে সাফল্য পাওয়া যায় এখন এই বিশ্বাসটা অনেকটাই বেড়েছে। এবার চতুর্থ অলিম্পিকে নামবেন সানিয়া। তাঁর ডাবলস পার্টনার অঙ্কিতা রায়নার এটাই প্রথম অলিম্পিক। অভিজ্ঞতা আর তারুণ্যের মেলবন্ধনে সানিয়া যে পদক জয়ের বিষয়ে আশাবাদী সে কথাও জানিয়েছেন।