রাজ্যের ১০০ টাকা খরচের ১১ টাকাই ধারের! নেই পর্যাপ্ত বিনিয়োগ-পরিকাঠামো, বাজেট নিয়ে মমতাকে বিঁধলেন দিলীপ

একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari) যখন পিএসির চেয়ারম্যানের পদে রাজনীতিকরণের অভিযোগ করছেন, সেই সময় রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে টুইট রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের(dilip ghosh)। রাজ্যের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যে অপর্যাপ্ত বিনিয়োগের অভিযোগে সরব হয়েছেন দিলীপ ঘোষ।

১০০ টাকা খরচের ১১ টাকা ধার

বিজেপির রাজ্য সভাপতি এদিন রাজ্যের ঋণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যকে আক্রমণ করেছেন। টুইট করে তিনি বলেছেন, এই আর্থিক বর্ষ (২০২১-২২) শেষ হরে রাজ্যের ওপর ঋণের বোঝা বেড়ে গিয়ে হবে ৫.৫৫ লক্ষ কোটি টাকা। তিনি কটাক্ষ করে বলেছেন, রাজ্যের ১০০ টাকা খরচের ১১ টাকাই ধারের টাকা।

নেই রাজ্যে শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ নিয়ে প্রশ্ন

অপর একটি টুইটে দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, নৈরাজ্যের নেই রাজ্যে টাকা খরচ করা হয় বেকারদের ভিক্ষা দিতে এবং বিনামূল্যে নানা সুযোগ সুবিধা বিলিয়ে দিতে। কিন্তু রাজ্যে শিক্ষা, স্বাস্থ্যে বিনিয়োগ অপর্যাপ্ত বলে অভিযোগ করেছেন তিনি। এছাড়াও শিল্প, কৃষি, তথ্যপ্রযুক্তি এবং উন্নয়ন ও গবেষণায় পরিকাঠামোর অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

দশ বছরে শিল্পে বিনিয়োগ নেই

দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, ভুল এবং আত্মঘাতী জমি নীতি, এসইডেজ নীতি, বৈদেশিক বিনিযোগ নীতির কারণে গত দশ বছরে রাজ্যে শিল্পে কোনও বিনিয়োগ আসেনি। মানুষ রুটি ও রুজিন টানে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

পাশাপাশি বিচার ব্যবস্থা ও পুলিশও জনবলের অভাবে কাজ করতে গিয়ে হোঁচট খাচ্ছে বলে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।

তৃণমূলের জন্যই রাজ্য দেউলিয়া হবে

টুইটে বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, রাজ্য কোষাগারে সম্পদের দেবী নেই। তবে খুব বেশি দেরি নেই, যেদিন রাজ্য দেউলিয়া হয়ে যাবে। তবে তা হবে তৃণমূলের কারণেই। রাজ্যের জনগণের ভবিষ্যত অন্ধকারে ডুবে যাবে রাজ্যের মুখ্যমন্ত্রী কারণে। বলেছেন দিলীপ ঘোষ।

প্রথা ভেঙে PAC চেয়ারম্যান নির্বাচনের অভিযোগ, ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করে ভবিষ্যত পরিকল্পনা ঘোষণা শুভেন্দুরপ্রথা ভেঙে PAC চেয়ারম্যান নির্বাচনের অভিযোগ, ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করে ভবিষ্যত পরিকল্পনা ঘোষণা শুভেন্দুর

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More DILIP GHOSH News  

Read more about:
English summary
Dilip Ghosh targets Mamata Banerjee led TMC Govt on spending on budget and infrastructure issue