২০২৬ সালের বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আয়োজনের গুরুদায়িত্ব পেল ভারত

২০২৬ সালের বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হবে ভারতে। মঙ্গলবার ব্যাডমিন্টন বিশ্ব ফেডারেশনের তরফে এই খবর জানানো হয়েছে। অন্যদিকে ২০২৩ সালের বিশ্ব মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ চিনের সুজহৌতে হবে বলে ব্যাডমিন্টন বিশ্ব ফেডারেশনের তরফে জানানো হয়েছে। করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের কারণে দুই টুর্নামেন্টের স্থানের অদল-বদল ঘটানো হয়েছে বলে খবর।

প্রথমে ঠিক ছিল ২০২৩ সালের সুদিরমান কাপ হবে ভারতে। কিন্তু করোনা ভাইরাসের প্রভাব বাড়তে থাকায় ওই বিশ্ব মিক্সড ব্যাডমিন্টন টুর্নামেন্ট চিনের সুজহৌতে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফেডারেশন। পরিবর্তে ভারতকে ২০২৬ সালের বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আয়োজন করার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে বলে মঙ্গলবার জানানো হয়েছে। যা জানার পরেই উচ্ছ্বসিত হয়েছে দেশের ক্রীড়া মহল।

২০২৬ সালে ভারতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আসর বসলে সেটি নিয়ে মোট দুই বার একই টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ পাবে দেশ। ২০০৯ সালেও ভারতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হয়েছিল। টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছিল হায়দরাবাদ। ২০২৬ সালে কোন রাজ্যের কোন শহরে হতে পারে প্রতিযোগিতা, তা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

২০২৬ সালের বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আয়োজন করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়েছে ভারত। ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি হিমন্ত বিশ্ব শর্মার তরফে বিশ্ব ফেডারেশনকে ধন্যবাদ জানানো হয়েছে। এই টুর্নামেন্টের হাত ধরে দেশের ব্যাডমিন্টন ক্ষেত্রের আরও উত্থান সম্ভব বলেও মনে করেন বিশ্ব শর্মা। দেশের তরুণ প্রতিভার সামনে নিজেকে বিকশিত করার সুযোগ থাকবে বলেও মনে করেন ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More BADMINTON News  

Read more about:
English summary
India is the host for for 2026 Badminton World Championships