এবার স্পুটনিক ভি সিরামের হাতে
কোভিশিল্ডের পর এবার আরও এক বিদেশি ভ্যাকসিন তৈরি করতে চলেছে সিরাম ইনস্টিটিউট। রাশিয়ার স্পুটনিক ভি এবার ভারতেই তৈরি হবে। আর সেটা উৎপাদন করবে সিরাম ইনস্টিটিউট। ইতিমধ্যেই রাশিয়ায় স্পুটনিক ভি উৎপাদনকারী সংস্থার কাছ থেকে সেল ও ভেক্টর পেয়ে গিয়েছে সিরাম ইনস্টিটিউট। ভারতের ড্রাগ কন্ট্রোলারএই দুটি যন্ত্রাংশ ভারতে আমদানির অনুমোদন দিয়েছে।
কত টিকা উৎপাদন হবে ভারতে
রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তরফে জানানো হয়েছে বছরে ৩০০ মিলিয়ন করোনা টিকা ভারতে উৎপাদন করার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। সিরাম ইনস্টিটিউটের কর্নধার আদর পুনাওয়ালা জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যেই রাশিয়ার করোনা টিকার প্রথম ব্যাচ আসবে। সেপ্টেম্বরের মধ্যে ১৬ থেকে ১৮ কোটি টাকার করোনা টিকা পেয়ে যাবে দেশ।
থার্ড ওয়েভের আশঙ্কা
করোনা সংক্রমণে থার্ড ওয়েভের আশঙ্কা দেখা দিয়েছে। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সতর্ক করেছেন। প্রসঙ্গত গত কয়েকদিন ধরে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের একাধিক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ঢল নেমেছে। মাস্ক ছাড়াই সেখানে পর্যটকরা ঘুরে বেরাচ্ছেন বলে দেখা গিয়েছে। এতে ফের করোনা সংক্রমণছড়িয়ে পড়তে পারে বলে দুই রাজ্যের প্রধানকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী মোদী।
ধীর গতিতে টিকাকরণ
জুলাই মাসে দিেনএক কোটি টিকা করণের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছিল কেন্দ্র। কিন্তু এখনও সেটা কার্যকর হনি। উল্টে জুলাই মাস থেকে দৈনিক করোনা টিকাকরণ অনেকটাই কমে গিয়েছে। এতে নতুন করে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন গবেষকরা। যদিও ডিসেম্বর মাসের মধ্যেই গোটা দেশে করোনার টিকাকরণ শেষ করার কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
'মাস্ক ছাড়া পাহাড়ে পর্যটকদের ভিড়' নিয়ে উদ্বেগ প্রকাশ মোদীর, দিলেন কড়া বার্তা