ভারত থেকে প্রথম জিমন্যাস্টিক বিচারক পেতে চলেছে অলিম্পিক। টোকিওতেই রচিত হতে চলেছে এই ইতিহাস। যা রচনা করতে চলেছে দীপক কাবরা। পুরুষদের আর্টিস্টিক জিমন্যাস্টিক ইভেন্টে তাঁকে বিচারকের আসনে বসতে দেখা যাবে। নিজের এই সাফল্য উচ্ছ্বসিত কাবরা। টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন জিমন্যাস্ট দীপা কর্মকার।
৩৩ বছর বয়সী মহারাষ্ট্রের এই জিমন্যাস্টিক বিচারকের শুরুটা খানিকটা দেরিতেই হয়েছিল। ১২ বছর বয়সে জিমন্যাস্ট হওয়ার ট্রেনিং শুরু করেছিলেন দীপক কাবরা। জানিয়েছেন যে ২০০০ সুরাতে থাকার সময় তাঁর ট্রেনিং শুরু হয়েছিল। পরিকাঠামো ততটা উন্নত না হওয়ায় নিজেকে তৈরি করতে তাঁকে বাধা পেতে হয়েছিল বলেও জানিয়েছেন কাবরা। সেসবের মধ্যেও ২০০৭ সালের জাতীয় গেমসের জিমন্যাস্টিক ইভেন্টে তিনি অংশ নিয়েছিলেন। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত গুজরাতের রাজ্য চ্যাম্পিয়নও ছিলেন কাবরা।
দেশের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখলেও তা পূরণ হয়নি। এরপরই ওই ক্রীড়া বিচারক হয়ে যান কাবরা। ২০১০ সালের কমনওয়েলথ গেমসে তাঁকে এই ভূমিকায় প্রথমবার দেখা যায়। প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান গেমস (২০১৪) ও যুব অলিম্পিকে জিমন্যাস্টিক বিচারক হওয়ার সুযোগ পান কাবরা। ২০১৮ সালের এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এবং যুব অলিম্পিকেও তাঁকে একই ভূমিকায় দেখতে পাওয়া যায়।
First Indian ever to get selected to Judge Gymnastics at an Olympic Games! 👏
— Dipa Karmakar (@DipaKarmakar) July 11, 2021
Congratulations Deepak Kabra bhaiya for this wonderful accomplishment and best wishes for #Tokyo2020 pic.twitter.com/niK2H5kgAF
সবচেয়ে তরুণ হিসেবে ২০১০ কমনওয়েলথ গেমসে বিচারক হওয়ার সুযোগ পেয়েছিলেন দীপক কাবরা। এরপর থেকে মোট ২০টি আন্তর্জাতিক ইভেন্টে তাঁকে সফলভাবে একই ভূমিকা পালন করতে দেখা যায়। ১২ বছর ধরে কঠিন পরিশ্রম করে অলিম্পিকে পৌঁছতে পেরে তিনি পরিতৃপ্ত বলে জানিয়েছেন দীপক।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!