3rd-Degree Torture আজ অতীত! অপরাধের বিচার ব্যবস্থায় আমূল পরিবর্তনের পথে কেন্দ্র? ইঙ্গিত শাহের কথায়

অপরাধের বিচারে বড়সড় একটা পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। সোমবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে আইপিসি অর্থাৎ Indian Penal Code, সিআরপিসি অর্থাৎ Criminal Procedure Code এবং ইন্ডিয়ান অ্যাভিডেন্স অ্যাক্ট অর্থাৎ Indian Evidence Act-এ বদল জরুরি।

আর সেই কারণে বড়সড় রদবদলের পথে কেন্দ্রীয় সরকার। এমটাই মন্তব্য কেন্দ্রীয় সরাষ্ট্র সচিবের।

সম্প্রতি গাব্ধীনগরের ফরেন্সিক সায়েন্স বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। সেখানে তিনি আরও বলেন, বর্তমানে থার্ড ডিগ্রি টর্চার বলে কিছু নেই। যে কোনও ক্রাইমের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হবে ফরেন্সিক পরীক্ষা।

কেন্দ্র আইপিসি, সিআরপিসি এবং অ্যাভিডেন্স অ্যাক্টের ব্যাপক বদলের জন্য কেন্দ্র এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে। খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে বলে মত অমিত শাহের।

তাঁর কথায়, বর্তমান পরিস্থিতিতে অপরাধ করতে অপরাধীরা নিত্যনতুন পন্থা নিচ্ছে। আর সেই অপরাধের শুনানি চলছে পুরানো পদ্ধতিতে। আর এই পদ্ধতির বদল ঘটাতে চায় কেন্দ্র। বিভিন্ন রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। আর সে কারণে প্রয়োজন নতুন ধারা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ছয় বছরের বেশি সাজা ঘোষণা করতে গেলে প্রত্যেক অপরাধের ক্ষেত্রে ফরেন্সিকের টিম ঘটনাস্থলে যাওয়া বাধ্যতামূলক করতে হবে। তবে এই বিষয়টি শুনতে ভালো লাগলেও এর জন্য প্রয়োজন বিশাল একটা লোকবলের! মত শাহের।

ফরেন্সিক যদি প্রমাণ বার করে দিতে পারে কঠিন থেকে কঠিনতম অপরাধীর সামনে সেই প্রমাণ সামনে নিয়ে আসলে ভেঙে পড়তে পারে বলে মনে করেন সাংসদ।

তবে শাহ মেনে নিয়েছেন যে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও ভারতের সামনে একাধিক চ্যালেঞ্জ। তবে সেগুলিকে যত দ্রুত সম্ভব সেগুলিকে জয় করে এগিয়ে যাওয়া যাবে তত দেশ উন্নতি করবে সব দিক থেকে। শুধু তাই নয়, দেশের অপরাধের বিচার ব্যবস্থাকেও একটা সিস্টেমের মধ্যে আনা প্রয়োজন বলে মনে করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More AMIT SHAH News  

Read more about:
English summary
Days of 3rd-Degree Torture Over, Plans Afoot to Bring 'Radical Changes' in IPC, CrPC, Says Amit Shah