|
যুবরাজ সিং
ভারতীয় ক্রিকেটের মোড় ঘুরিয়ে দেওয়া ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য যশপাল শর্মার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দেশের প্রাক্তন সফল অল রাউন্ডার যুবরাজ সিং। প্রয়াত প্রাক্তন ক্রিকেটারের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন যুবি।
|
বীরেন্দ্র শেহওয়াগ
১৯৮৩-এর নায়কের আকস্মিক প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন বীরেন্দ্র শেহওয়াগ। পাশাপাশি যশপাল শর্মার ২০১৬ সালের এক পুরনো টুইটও রি-পোস্ট করেছেন বীরু। যেখানে দেশের প্রাক্তন ওপেনারকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছিলেন যশপাল।
|
ভিভিএস লক্ষ্মণ
মাত্র ৬৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন যশপাল শর্মা। দেশের প্রাক্তন মিডল অর্ডার ব্যাটসম্যানের প্রয়াণে শোকপ্র্রকাশ করেছেন ভিভিএস লক্ষ্মণ। প্রয়াত প্রাক্তন ক্রিকেটারের পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেছেন ভেরি ভেরি স্পেশাল।
|
সচিন তেন্ডুলকর
১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য যশপাল শর্মার প্রয়াণে তীব্র ব্যথা অনুভব করছেন সচিন তেন্ডুলকর। প্রয়াত ক্রিকেটারের সঙ্গে তাঁর শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে বলেও লিখেছেন মাস্টার ব্লাস্টার। ভারতীয় ক্রিকেটে যশপাল শর্মার অবদান চিরকাল স্মরণ করা হবে বলেও জানিয়েছেন কিংবদন্তি সচিন।
|
পার্থিব প্যাটেল
যশপাল শর্মার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান পার্থিব প্যাটেল। প্রয়াত ক্রিকেটারের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন পার্থিব।
|
ভেঙ্কটেশ প্রসাদ
১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্যের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দেশের প্রাক্তন ফাস্ট বোলার ভেঙ্কটেশ প্রসাদ। যশপাল শর্মার পরিবার ও আত্মীয়দের পাশে তিনি দাঁড়িয়েছেন।
|
জয় শাহ
যশপাল শর্মার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। টুইট করে প্রয়াত ক্রিকেটারের পরিবারের প্রতি তিনি সমবেদনা প্রকাশ করেছেন। একই সঙ্গে ১৯৮৩ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে শর্মার ৮৯ রানের ইনিংসের কথাও উল্লেখ করেছেন জয়।
|
অনুরাগ ঠাকুর
১৯৮৩-র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য যশপাল শর্মার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। প্রয়াত রথী যে একাধারে আম্পায়ার ও জাতীয় নির্বাচক ছিলেন, তাও জানাতে ভোলেননি কেন্দ্রীয় মন্ত্রী। যশপাল শর্মার অবদান বিস্মৃত হবে না বলেও জানিয়েছেন অনুরাগ।
|
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
যশপাল শর্মার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ হয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ১৯৮৩ সালের বিশ্বকাপে প্রয়াত ক্রিকেটারের পারফরম্যান্সের কথা উল্লেখ করেছেন রাষ্ট্রপতি কোবিন্দ।