কেরলে জিকার থাবা
করোনা সংক্রমণের মধ্যে আবার জিকা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে কেরলে। তিরুঅনন্তপূরমেই এক অন্তঃসত্ত্বা মহিলার শরীরে প্রথম জিকা ভাইরাসের সংক্রমণ দেখা দেয়। তারপরেই গোটা রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। অথচ জিকায় আক্রান্ত মহিলা রাজ্যের বাইরে কোথাও যাননি বলে জানানো হয়েছে। তারপরেই এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
বাড়ছে জিকার সংক্রমণ
ইতিমধ্যেই জিকা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে রাজ্যে। গত সাত দিনের মধ্যে ২৩ জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে একজন চিকিৎসক এবং এক কিশোরীও রয়েছে। এক বেসরকারি হাসপাতালের চিকিৎসক জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোয়েম্বাটোরের এক বেসরকারি ল্যাব জানিয়েছেন ৩৮ বছরের চিকিৎসকের শরীরে জিকা ভাইরাসের সন্ধান মিলছে।
কেরলে সতর্কতা জারি
ইতিমধ্যেই জিকা নিয়ে কেরলে সতর্কতা জারি করা হয়েছে। কোনও ল্যাবের পরীক্ষায় িজকা ভাইরাসের সন্ধান মিললে সঙ্গে সঙ্গে সরকারকে তা জানাতে বলা হয়েছে। সরকারি হাসপাতাল গুলিতেও জিকা ভাইরাসের পরীক্ষা করা শুরু হয়েছে। সোমবার পর্যন্ত সরকারি হাসপাতালে ১৫টি জিকা ভাইরাসের সংক্রমণ মিলেছে। তারমধ্যে অবশ্য একজনের শরীরে ডেঙ্গির জীবাণুমিলেছে।
এডিস থেকে ছড়ায় জিকা
ডেঙ্গির মশা এডিস থেকেই ছড়ায় জিকা ভাইরাস। আলাদা করে তেমন উপসর্গ এর নেই। ডেঙ্গির মতোই উপসর্গ দেখা দেয় জিকা ভাইরাসের সংক্রমণে। তবে অন্তঃসত্ত্বা মহিলারা জিকা ভাইরাসে আক্রান্ত হলে ক্ষতি বেশি। গর্ভস্থ শিশুর উপর ভয়ঙ্কর ক্ষতি করে জিকা ভাইরাস। তার মস্তিষ্কের বিকাশ থমকে যায়।