দেশের প্রত্যেক কোনায় পৌঁছে দিতে হবে বার্তা! ২০২৪ এর আগে দৈনিক হচ্ছে জাগো বাংলা, ঘোষণা মমতার

এবার থেকে মমতার কথা, জেলার কথা এমনকি দেশের কথা তুলে ধরবে জাগো বাংলা।! একেবারে নতুন রূপে আসতে চলেছে তৃণমূলের মুখপত্র জাগো বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে এখন ডিজিটাল ভাবে প্রকাশ করা হবে।

তবে আগামিদিনে দৈনিক ভাবে এই কাগজ বের হবে বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী। জাগো বাংলার সোশ্যাল মিডিয়াতে এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী।

বাম সরকারের আমলে গণশক্তি প্রকাশ করা হয়। দৈনিক ভাবে প্রকাশ করা হয়। এবার সে পথেই হাঁটতে চলেছে শাসলদল তৃণমূল। তাঁদের কথা সবার সামনে তুলে ধরতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে গোটা দেশে সংগঠনকে ছড়িয়ে দিতে চান তৃণমূল নেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সেই কাজ ইতিমধ্যে শুরুও করে দিয়েছেন।

অভিষেকও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা দেশের সমস্ত কোনায় পৌঁছে দেবেন তিনি। ফলে প্রয়োজন একটা মুখপত্রের। আর সেদিকে তাকিয়ে এবার জাগো বাংলাকে দৈনিক ভাবে প্রকাশিত করতে চলেছে তৃণমূল। যেখানে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, দলের কথা।

গত কয়েকদিন আগেই জাগো বাংলাকে দৈনিক করার কথা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় খোদ নিজে এই কাগজটি দেখবেন। সঙে আছে প্রশান্ত কিশোর, কুণাল ঘোষ। ২০২৪ এর আগে এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভিডিও বার্তাতে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "জাগো বাংলা আমাদের খুব প্রিয় একটি পত্রিকা। তৃণমূলের প্রতিষ্ঠার সময় থেকেই এই প্রত্রিকা আমরা নিজেরা চালিয়ে আসছি। আপাতত কোভিড পরিস্থিতির জন্য এটা সাপ্তাহিক হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু ১ জুলাই থেকে প্রতিদিনই এটা দেখতে পাবেন 'জাগো বাংলা' পেজে। আপাতত এটা ডিজিটাল-ই চলবে। কিন্তু আস্তে আস্তে এটা দৈনন্দিন পত্রিকা হিসেবে সকলের কাছে পৌঁছে যাবে।"

জানা গিয়েছে, ২১ শে জুলাই এই কাগজ প্রকাশ করা হবে। উল্লেখ্য, প্রত্যেকদিন ২১ শে জুলাই করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলাতে এই শহিদ সমাবেশ হয়ে থাকে। তবে গত কয়েক বছর ধরে তা হচ্ছে না। বিশেষ করে করোনার জন্যে শহিদ দিবস ভার্চুয়ালের মাধ্যমে পালন করছেন। এবারও তাই করবেন। আর শহিদ দিবসের দিনেই জাগো বাংলা নতুন করে প্রকাশিত করবেন মমতা বন্দ্যয়াপধায়।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More MAMATA BANERJEE News  

Read more about:
English summary
cm mamata banerjee announce jago bangla publish as a daily news paper