রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা
বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা এসএস ধোনির স্ত্রীদের মতো পরিচিত মুখ না হলেও টিম ইন্ডিয়ার অল রাউন্ডার রবীন্দ্র জাদেজার সহধর্মিনী রিভাবাকে কস্মিনকালে প্রচারের আলোয় আসতে দেখা গিয়েছে। ২০১৬ সালে জাড্ডুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রিভাবা। যাঁর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি রয়েছে।
অজিঙ্ক রাহানের স্ত্রী রাধিকা
স্কুল জীবন থেকে একে অপরের খুব ভাল বন্ধু ছিলেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং রাধিকা দোপাভকর। সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হয় এবং তাঁদের বিয়ে। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা রাধিকা ভাল এবং খারাপ সময়ে স্বামী রাহানের পাশে দাঁড়িয়েছেন।
ইশান্ত শর্মার স্ত্রী প্রতিমা সিং
ভারতীয় ফাস্ট বোলার ইশান্ত শর্মার স্ত্রী প্রতিমা সিং ভারতের জাতীয় মহিলা বাস্কেটবল দলের সদস্য। নয়ডার জেনেসিস গ্লোবাল স্কুলে চিফ স্পোর্টস অ্যাডভাইজার হিসেবেও কাজ করেন প্রতিমা। এক বাক্সেটবল টুর্নামেন্টেই তাঁর সঙ্গে ইশান্ত শর্মার প্রথম পরিচয় হয়েছিল। ২০১৬ সালের জুনে প্রতিমা সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ইশান্ত।
ইরফান পাঠানের স্ত্রী সাফা বেগ
২০১৬ সালে সুন্দরী সাফা বেগকে বিয়ে করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ফাস্ট বোলার ইরফান পাঠান। বিয়ের আগে সাফা একজন মডেল ছিলেন। বর্তমানে তিনি পিআর ফিল্মসের এগজিকিউটিভ এডিটরের দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতায় ডিগ্রি রয়েছে সাফা বেগের।
উমেশ যাদবের স্ত্রী তানিয়া ওয়াধওয়া
২০১৩ সালে তানিয়া ওয়াধওয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন উমেশ যাদব। পেশায় ফ্যাশন ডিজাইনার তানিয়াকে বিয়ে করার আগে তাঁর সঙ্গে তিন বছর ডেটিং করেছেন ভারতীয় ফাস্ট বোলার।