Activa CNG Scooter: গ্যাসেই এবার ছুটবে স্কুটার! এক লিটারে যাবে ১২০ কিমি

হু হু করে বাড়ছে জ্বালানির দাম! ইতিমধ্যে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে পেট্রোলের দাম। একই পথে এগোচ্ছে ডিজেলের দামও। একে করোনা ভাইরাসের টলমল দেশের অর্থনীতি। একাধিক সংস্থার অবস্থা খুব খারাপ। বহু মানুষ কর্মহীন। বিভিন্ন সংস্থাতে কর্মী ছাঁটাই চলছে। কেটে নেওয়া হচ্ছে বেতন। এই অবস্থায় ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে দিন কাঁটাতে হচ্ছে সাধারণ মানুষকে।

এর মধ্যে করোনা আতঙ্কে অনেক গণ পরিবহন এড়িয়ে চলছে। ফলে রাস্তায় বেরিয়ে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। এই অবস্থায় অনেকেই টু-হইলারের উপর ভরসা রাখছেন। তবে সেখানেও বাড়তি খরচ! ইতিমধ্যে একাধিক সংস্থা স্কুটার-বাইকের দাম বাড়িয়েছে।

এখনও সস্তা সিএনজি

তবে এই অবস্থায় আপনার কাছে যদি Activa scooter থাকে তাহলে কিছুটা হলেও চিন্তা মুক্তি। কারণ এবার গ্যাসের সাহায্যেই চলবে স্কুটার ! অবাক হচ্ছেন তো? হ্যাঁ। এটাই সত্যি। সিএনজিতেই ছুটবে এবার Activa। শুধু একটা কাজ করে ফেলতে হবে। তাহলে কেল্লা ফতে। এখনও পর্যন্ত সিএনজি সস্তা। লিটার ৪৭ থেকে ৪৮ টাকা। অনেকেই স্কুটারে এই সিএনজি কিট লাগিয়ে ফেলছেন। আর এক লিটারে ১০০ কিমি চলাফেরা করছেন। Honda Activa একাধিক মডেল বার করেছে। তবে সবকটা পেট্রোল ভার্সন। তবে এই কিটের মাধ্যমে বদলে ফেলা যাবে আপনার সিএনজি স্কুটারে।

Activa Scooter সিএনজি কিটের দাম

সিএনজি কিট প্রস্তুতকারী সংস্থা LOVATO এমন একটা কিট বানিয়েছেন যেটা সহজে ব্যবহার করা যাবে Activa Scooter এ। এই কিট ব্যবহার করতে খরচ প্রায় ১৫ হাজার টাকা। তবে Activa Scooter-এর স্কুটারের ক্ষেত্রে এই কিট ব্যবহার করা যাবে।

সিএনজি-পেট্রোল দুটি ভাগে ব্যবহার করা যাবে!

অ্যাক্টিভাতে যদি এই ক্ট ব্যবহার করেন তাহলে দুটি সুবিধা ভোগ করতে পারবেন। যখন প্রয়োজন হবে পেট্রোলে চালাবেন আবার যখন প্রয়োজন হবে তখন সিএনজিতে ছুটবে এই বাইক। আবার এমনও হতে পারে যখন আপনার বাইকে থাকা গ্যাস অর্থাৎ সিএনজি শেষ হয়ে আসছে দেখছেন সঙে সঙে বদলে ফেলুন আপনার সুইচ। আর তা বদলালেই আবার পেট্রোলে ছুটবে এই স্কুটার। কার্যত LOVATO তৈরি কিট যুগান্তকারী আবিষ্কার। কিটটি Activa Scooter-এর সিটের নীচে বসানো হবে। সিএনজি কিট লাগানোর পর আরও বেশ কিছু ব্যবস্থা করা থাকবে বাইকে। যা খুব সহজে পেট্রোল এবং সিএনজিকে আলাদা করতে পারবে।

জরুরি তথ্য!

১.২ লিটারের একটা সিলিন্ডার লাগানো হবে অ্যাক্টিভাতে। একবার তা ফুল ট্যাংক করে ফেললে ১২০ থেকে ১৩০ কিমি যাতায়াত কোনও ব্যাপার না।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More BMW News  

Read more about:
English summary
Petrol prices a worry? This CNG scooter takes that tension away