মন্ত্রিত্ব হারিয়ে ধারা হারিয়েছেন বাবুল?
কেন্দ্রীয় মন্ত্রী পদ থেকে ইস্তফার দিনই ফেসবুকে নিজের আক্ষেপ প্রকাশ করেছিলেন বাবুল সুপ্রিয়। তা নিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে কড়া কথাও শুনতেও হয়েছিল৷ তাতে অবশ্য বিশেষ আমল দেননি বাবুল৷ কিন্তু ভোটের পর যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল দলকে আক্রমণ শানাচ্ছিলে সোশ্যাল মিডিয়াতে তাল অনেকটায় উধাও শেষ এক সপ্তাহে৷ তার জায়গাতে ইয়ুটিউবে গান, কয়েকটি পোর্টালের খবর ও নিজের টুকটাক কথা ফেসবুকে লিখে শেয়ার করছেন বাবুল। কয়েক বছরের রাজনৈতিক জীবনে শ্লেষ মিশ্রিত রাজনৈতিক কটাক্ষে বাবুলের জুড়ি মেলা ভার ছিল। এবং বলাবাহুল্য সেই কটাক্ষের সামনে থাকতে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই বাবুলকে পছন্দ করেন এরকম বিজেপি কর্মীরা প্রশ্ন করছেন, তাহলে কী মন্ত্রিত্ব হারিয়ে ধার হারাচ্ছেন বাবুল!
মুকুল রায়কে শুধু টুইটারেই ফলো করবেন বাবুল, নাকি রাজনীতিতেও? উঠছে প্রশ্ন
এতটা পর্যন্ত ঠিকই ছিল কিন্তু জল্পনা বাড়িয়েছে গতকাল বাবুলের একটি পদক্ষেপ৷ হঠাৎ করেই রবিবার সন্ধ্যে থেকে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অফিসিয়াল এবং মুকুল রায়কে টুইটারে ফলো করা শুরু করেছেন বাবুল৷ মুকুল রায় এক বিজেপিতে আসেননি, তিনি যে একা বিজেপি থেকে যাবেন না তা বলায় ভালো৷ মুকুলের সঙ্গে ইত্যিমধ্যেই বিজেপি ছেড়েছেন অনেকে। আরও অনেকে ছাড়ার জল্পনা তৈরি হয়েছে৷ এবার সে জল্পনায় ঢুকে পড়ল বাবুল সুপ্রিয়ও নাম। অনেকেই সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন তুলেছেন মুকুল রায়কে শুধু টুইটারেই ফলো করবেন বাবুল, নাকি রাজনীতির আঙিনাতেও?
দল বদলানোর জল্পনা নিয়ে কী বলছেন বাবুল?
ফেসবুকে একটি পোস্ট করে অবশ্য এই সব জল্পনার জবাব দেওয়ার চেষ্টা করেছেন বাবুল। ইংরাজিতে তিনি লিখেছেন, 'অনেক রকম জল্পনা বাতাসে ভাসছে৷ সে গুলোতে বিশ্বাস করে অনেকে আমাকে গালাগাল করছেন, ট্রোল করছেন। জল্পনার শিকার হবেন না। আমাকে আমার কাজ দিয়ে বিচার করুন জল্পনা দিয়ে নয়।