তদন্তভার নিল সিআইডি
লিখিত অভিযোগের কার্যত পাঁচদিনের মাথাতে ঘটনার তদন্তভার নিল সিআইডি। ইতিমধ্যে ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়েছেন সিআইডির আধিকারিকরা। জানা গিয়েছে, শুভব্রতর মহিষাদলের বাড়িতেও যাওয়ার কথা গোয়েন্দাদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সূত্রের খবর। প্রয়োজনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জেরা করতে পারে সিআইডির তদন্তকারী আধিকারিকরা। কারণ শুভেন্দুর দেহরক্ষী হিসাবেই কর্মরত ছিলেন শুভব্রত। নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে তা জানার চেষ্টা করবেন আধিকারিকরা।
কাঁথি থানায় অভিযোগ
স্বামীর মৃত্যুর প্রায় আড়াই বছর পর মৃত্যুর তদন্ত চেয়ে কাঁথি থানায় অভিযোগ দায়ের করলেন স্ত্রী সুপর্ণা চক্রবর্তী। স্বামীর শুভব্রত চক্রবর্তীর নিরপেক্ষ তদন্ত চেয়ে কাঁথি থানায় এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে শুভেন্দু অধিকারীর কথা বলা হয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকজনের নাম উল্লেখ রয়েছে। এফআইআরে থাকা সবাইকে জেরা করতে পারে সিবিআই।
রাজনৈতিক প্রতিহিংসা!
ঘটনার আড়াই বছরের মাথায় অভিযোগ দায়ের। রাজনৈতিক প্রতিহিংসা বলছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ‘‘রাজনৈতিক প্রতিহিংসার কারণেই শুভব্রতর মৃত্যু নিয়ে তদন্ত শুরু করা হচ্ছে।'' ওই ঘটনার আড়াই বছর পর কেন এই তৎপরতা, তা নিয়েও প্রশ্ন বিরোধী দলনেতার। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী চাইছেন কয়েকদিন আমি জেলে কাটিয়ে আসি। উল্লেখ্য, রাজ্যের মন্ত্রী থাকাকালীন শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্যু হয় শুভব্রতর। ২০১৮ সালের ১৩ অক্টোবর কাঁথির পুলিশ ব্যারাকে মাথায় গুলি লেগে গুরুতর জখম হন শুভব্রত চক্রবর্তী। পর দিনই তাঁর মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ তাঁর স্ত্রী।