আরও পতন করোনা সংক্রমণে
দেশের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ আরও নামল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৭ হাজারের কিছু বেশি মানুষ। কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। দেশে করোনা পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও ভাবাচ্ছে কেরল। কেরলে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। তার সঙ্গে দেখা গিয়েছে জিকা ভাইরাসের প্রকোপ।
ধীর গতিতে টিকা করণ
করোনা সংক্রমণ কমতে শুরু করেছে একদিকে আর অন্যদিকে করোনা টিকাকরণের গতিও ধীর হতে শুরু করেছে। একাধিক রাজ্যে করোনার টিকাকরণ ফের থমকে গিয়েছে। এদিকে জুলাই মাসে দিনে ১ কোটি িটকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছিল কেন্দ্র। কিন্তু অনেক রাজ্যেই দেখা যাচ্ছে সেটা সম্ভব হচ্ছে না। করোনা টিকাকরণের অনেক রাজ্যেই পিিছয়ে যাচ্ছে বলে শোনা যাচ্ছে।
করোনা সংক্রমণে রথের উৎসবে রাশ
করোনা সংক্রমণে রথ যাত্রা উৎসবের রাশ টানা হয়েছে। এবারও পুরীর রথ যাত্রায় ভক্তরা সামিল হতে পারবেন না। কেবল মাত্র করোনা টিকা নেওয়া সেবাইতরাই রথ যাত্রায় অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছে। সেই মতোই উদযাপিত হচ্ছে রথ যাত্রা উৎসব। গোটা দেশেই নিয়ন্ত্রিত লোক নিয়েই রথ যাত্রা উৎসব করা হচ্ছে।
পাহাড়ে পর্যটকদের ভিড়
এদিকে পাহাড়ে পর্যটকরা ভিড় করতে শুরু করেছেন। হিমাচল প্রদেশের নৈনিতাল, কুলু-মানালি, সিমলা এবং পাহাড়ে পর্যটকরা ভিড় করতে শুরু করেছেন। মাস্ক না পরেই পাহাড়ে পর্যটকরা ঘুরে বেরাচ্ছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেসব ছবি। করোনার কারণে পর্যটকদের সংখ্যায় রাশ টানতে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্র।