আজই পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌরঝড়! জিপিএস, মোবাইলে কতটা প্রভাব পড়তে পারে
প্রতিঘণ্টায় ১.৬ মিলিয়নের গতিতে আজই ধেয়ে আসছে সৌরঝড়। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল এওরোনটিক্স ও স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের তরফে দেওয়া একটি বার্তায় জানানো হয়েছে যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে এদিন জোরালো ধাক্কা দিতে চলেছে অই সৌরঝড়। দেখে নেওয়া যাক এই ঝড় সম্পর্কে কিছু তথ্য।

কোন কোন পরিষেবার পড়তে পারে প্রভাব!
প্রসঙ্গত, বিদ্যুৎ থেকে শুরু করে প্রযুক্তিগত ক্ষেত্রে সৌরঝড়ের প্রভাব পড়তে পারে। নাসার তরফে জানানো হয়েছে, যে যেহেতু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিতে সৌরঝড় প্রবাব ফেলতে পারে, তাই তার পরোক্ষে প্রভাব পড়তে পারে, বিদ্যুৎ সংযোগে।

সাম্প্রতিক তথ্যে বড়সড় চাঞ্চল্য
গত ৩ জুলাই জানা গিয়েছে যে, সূর্যের যে বলয় রয়েছে, তাতে একটি ফাঁকা জায়গার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। সেখান দিয়ে 'সোলার ফ্লেয়ার' গতিতে ধেয়ে আসতে পারে। যার সর্বোচ্চ গতি হতে পারে প্রতি সেকেন্ডে ৫০০ কিলোমিটার। স্পেস ওয়েজার ডট কম -এর এই তথ্য জানাচ্ছে এই ফ্লেয়ারের হাত ধরে বড়সড় ধ্বংসের পথে যেতে পারে অনেক বস্তুই।

পৃথিবীতে প্রভাব
এদিকে, পৃথিবীর বুকে এই সৌরঝড়ের ব্যপক প্রভাব পড়েত পারে বলে আশঙ্কা । পৃথিবীর বায়ুমণ্ডলের উপরের অংশে এই ঘটনার ব্যপক প্রভা পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তার ফলে জিপিএস সিস্টেমের ওপর প্রযুক্তিগত প্রভাব পড়তে পারে। প্রভাব পড়তে পারে পাওয়ার গ্রিডে।

'সান ফ্লেয়ার' কতটা ভয়ানক?
প্রসঙ্গত, সানফ্লেয়ার হল একটি বিস্ফোরণ, যা কার্যত অগ্নিস্ফূলিঙ্গ নিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটায়। অনেক ক্ষেত্রে এটিকে x বা x1 দিয়ে ভূষিত করা হয়। উচ্চ ফ্রিকোয়েন্সির রেডিও কমিউনিকেশনে এই সৌরঝড় প্রভাব ফেলতে পারে বলে জনিয়েছে মার্কিন ওয়েদার প্রেডিকশন সেন্টার। আজ যে সোলার ফ্লেয়ার পৃথিবীকে ধাক্কা দেওয়ার কথা, সেই সোলার ফ্লেয়ারের নাম x।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!