Euro 2020 : গোল সংখ্যা সহ অন্যান্য পরিসংখ্যানে কতটা উজ্জ্বল এবারের টুর্নামেন্ট?

দ্বিতীয় বারের জন্য ইউরো কাপ চ্যাম্পিয়ন হওয়া ইতালিকে নিয়ে হইচই পড়ে গিয়েছে বিশ্বজুড়ে। তিন বছর আগের বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া আজুরিদের প্রত্যাবর্তনে মুগ্ধ হয়েছে বিশ্ব। সেই আবহে দেখে নেওয়া যাক যে সদ্য শেষ হওয়া ইউরো কাপে মোট কতগুলি গোল হয়েছে। এ সংক্রান্ত আরও অন্যান্য পরিসংখ্যান বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

১) গত ১২ জুন থেকে শুরু হয়েছিল ইউরো কাপ। প্রথম ম্যাচে তুরস্কের মুখোমুখি হয়েছিল ইতালি। ৩-০ গোলে ওই ম্যাচ জিতেছিল আজুরিরা।

২) ১১ জুলাই অর্থাৎ রবিবার শেষ হল ইউরো কাপ। ফাইনালে মুখোমুখি হয় ইতালি ও ইংল্যান্ড। চ্যাম্পিয়ন হয় আজুরিরা।

৩) দীর্ঘ প্রায় এক মাসে ইউরোপের বিভিন্ন দেশজুড়ে মোট ৫১টি ম্যাচ খেলা হয়েছে। সবমিলিয়ে ১৪২টি গোল হয়েছে।

৪) ইউরো কাপের নক আউট ও লিগ পর্ব ধরে ম্যাচ প্রতি গোলের হার ২.৭৯।

৫) সদ্য শেষ হওয়া ইউরো কাপে প্রতি ৩২ মিনিট অন্তর একটি করে গোল হয়েছে।

৬) সবকটি ম্যাচ ধরলে ১ থেকে ১৫ মিনিটের মধ্যে ১৩, ১৬ থেকে ৩০ মিনিটের মধ্যে ১৬, ৩১ থেকে ৪৫ মিনিটের মধ্যে ১৮ এবং প্রথমার্ধের সংযুক্ত সময়ে ৫টি গোল হয়েছে। আবার ৪৬ থেকে ৬০ মিনিটের মধ্যে ৩০, ৬১ থেকে ৭৫ মিনিটের মধ্যে ২৪, ৭৬ থেকে ৯০ মিনিটের মধ্যে ২৪ ও দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে পাঁচটি গোল হয়েছে। অর্থাৎ টুর্নামেন্টে প্রথমার্ধের থেকে দ্বিতীয়ার্ধে বেশি গোল করেছে দলগুলি।

🤣 Daniele De Rossi loving life in the Italy dressing room! 🇮🇹👏@azzurri | #EURO2020 pic.twitter.com/KUEvdUqVmu

— UEFA EURO 2020 (@EURO2020) July 12, 2021

৭) ৯১ থেকে ১২০ মিনিটের মধ্যে সাতটি গোল হয়েছে। তার মধ্যে পাঁচটি গোল হয়েছে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে এবং দুটি গোল হয়েছে দ্বিতীয়ার্ধে।

৮) ইউরো কাপে সর্বাধিক ১৩টি গোল করেছে ইতালি। সমপরিমাণ গোল করেছে স্পেনও। ১২ এবং ১১টি গোল করেছে যথাক্রমে ডেনমার্ক ও ইংল্যান্ড। টুর্নামেন্টে সবচেয়ে কম ১টি মাত্র গোল করেছে ফিনল্যান্ড।

৯) গোল বাঁচানোর ক্ষেত্রে এগিয়ে রয়েছে সুইৎজারল্যান্ড। ২১টি সেভ রয়েছে তাদের ঝুলিতে। দ্বিতীয় স্থানে থাকা ডেনমার্ক ১৮টি গোল বাঁচিয়েছে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More EURO CUP News  

Read more about:
English summary
Euro 2020 : Important statistics of the tournament in terms of goal and others