কলকাতা লিগের গ্রুপবিন্যাস ঘোষিত, নাম থাকলেও আইএফএ-র বৈঠকে নেই ইস্টবেঙ্গল

রাজ্যে করোনা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গেই ঢাকে কাঠি পড়ে গেল কলকাতা প্রিমিয়ার লিগের। আগেই আইএফএ জানিয়েছিল, ১৪টি দলকে নিয়ে ৪০ দিনের মধ্যে লিগ শেষ করে ফেলা হবে। অগাস্টে শুরু হবে প্রিমিয়ার ডিভিশন লিগ। আজ ঘোষিত হয়ে গেল গ্রুপবিন্যাস। যদিও ইস্টবেঙ্গলকে নিয়ে ধোঁয়াশা রয়েই গেল।

বৈঠকে নেই লাল হলুদ

কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন এ-র যে গ্রুপবিন্যাস ঘোষণা করা হলো, তাতে দুটি গ্রুপে সাতটি করে দলকে রাখা হয়েছে। লিগ শুরুর দিনক্ষণ নিয়ে গত ১ জুলাই যে বৈঠক আইএফএ অফিসে হয়েছিল তাতে উপস্থিত ছিলেন না ইস্টবেঙ্গল বা শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের কোনও কর্তাই। পরে এসসি ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের সিইও গিয়ে দেখা করেছিলেন আইএফএ-র শীর্ষকর্তাদের সঙ্গে। লিগে অংশগ্রহণকারী দলগুলির প্রতিনিধিরা আজও আইএফএ অফিসের বৈঠকে ছিলেন, কিন্তু লাল হলুদের কোনও কর্তাকেই দেখা যায়নি।

কে কোন গ্রুপে

তবে আইএফএ এসসি ইস্টবেঙ্গল ফাউন্ডেশনকে গ্রুপ এ-তে রেখেই গ্রুপবিন্যাস ঘোষণা করেছে। লাল হলুদের সঙ্গে একই গ্রুপে রয়েছে ভবানীপুর ক্লাব, সাদার্ন সমিতি, মহমেডান স্পোর্টিং ক্লাব, বিএসএস স্পোর্টিং ক্লাব, রেলওয়ে এফসি এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাব। গ্রুপ বি-তে এটিকে মোহনবাগানের সঙ্গে রয়েছে এরিয়ান, টালিগঞ্জ অগ্রগামী, জর্জ টেলিগ্রাফ, পিয়ারলেস, খিদিরপুর ও ক্যালকাটা কাস্টমস ক্লাব।

৬ বিদেশিকে সই

আইএফএ-র তরফে জানানো হয়েছে, প্রতিটি দল সর্বাধিক ৬ বিদেশিকে সই করাতে পারবে। কিন্তু একসঙ্গে মাঠে নামাতে পারবে ২ জনকে। এটিকে মোহনবাগানের তরফে এদিনের বৈঠকে যোগ দেন বিনয় চোপড়া এবং মহমেডানের মহম্মদ কামারউদ্দিন। লাল হলুদের দল গঠন এখনও হয়নি। তবে সবুজ মেরুন শিবির জানিয়ে দিয়েছে, কলকাতা লিগকে হাল্কাভাবে নেওয়া হবে না। পূর্ণশক্তির দলই নামানো হবে।

ইস্টবেঙ্গল কি থাকবে?

কলকাতা লিগে এসসি ইস্টবেঙ্গলের খেলার সম্ভাবনা প্রসঙ্গে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে এসসি ইস্টবেঙ্গলের তরফে প্রতিনিধি আজকের বৈঠকে থাকতে পারবেন না বলে জানিয়েছেন। আমরা মনে করি, ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডানকে বাদ দিয়ে কলকাতার ফুটবল পূর্ণতা পায় না। আমরা আশাবাদী, ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে ইনভেস্টরের যে সমস্যা চলছে তা মিটে যাবে। এই নিরিখে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত আইএফএ। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত মজুমদার আইএফএকে জানিয়েছেন, তাঁরাও চান ইস্টবেঙ্গল কলকাতা লিগে খেলুক।

বিদেশি নিয়ে

আগে আইএফএ জানিয়েছিল তিন বিদেশিকে সই করানো যাবে। আজ বলা হয়েছে ছয় বিদেশিকে সই করানো যাবে। এ প্রসঙ্গে জয়দীপ মুখোপাধ্যায় বলেন, এটিকে মোহনবাগান ও মহমেডান ভালো মানের বিদেশিদের রেখে দল গড়বে এটাই স্বাভাবিক। তবে আইএফএ তিন বিদেশিকে সই করানো এবং দুজনকে খেলানোর সিদ্ধান্ত থেকে সরেনি। তবে মোহনবাগান বা মহমেডান যদি চায় কলকাতা লিগে বিদেশিদের দেখে নিতে তাহলে সেটা যাতে সম্ভব হয় তা নিশ্চিত করতেই আজকের বৈঠকে বিদেশিদের বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাই, ইস্টবেঙ্গল খেলুক লিগে। বাকি ১৩টি দল লিগে নামার প্রস্তুতি শুরুও করে দিয়েছে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More CALCUTTA FOOTBALL LEAGUE News  

Read more about:
English summary
Calcutta Football League Starting From Next Month 14 Teams Divided Into Two Groups For Premier A. SC East Bengal's Representative Did Not Attend Today's Meeting.