Euro 2020 : ব্রাজিল-স্পেনকে ছুঁতে আর একটা ম্যাচ না হেরে মাঠ ছাড়তে হবে ইতালিকে

১৯৬৮ সালের পর আরও একবার ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইতালি। রবিবার ওয়েম্বলি স্টেডিয়ামে হাই-ভোল্টেজ ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে দিয়েছে আজুরিরা। নীল জার্সিধারী দলের দুর্দান্ত প্রত্যাবর্তন দেখে সচকিত হয়েছেন বিশ্বের ফুটবল প্রেমীরা। তার ওপর এমন এক রেকর্ডের সম্মুখীন হতে চলেছে ইতালি, যা কেবল স্পেন ও ব্রাজিলের ঝুলিতে রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ইতালির জয়ের ধারা

২০১৮ সালের বিশ্বকাপে যোগ্যতাই অর্জন করতে পারেনি ইতালি। আবার ওই বছর থেকেই এখনও পর্যন্ত মোট ৩৪টি ম্যাচে অপরাজিত রয়েছে ইতালি। ইউরো কাপের ফাইনালও যার মধ্যে অন্তর্ভূক্তি। ইতিমধ্যে নিজেদেরই ৮২ বছরের রেকর্ড (টানা ৩০টি ম্যাচ অপরাজিত) ভেঙেছে আজুরিরা। এবার বিশ্ব রেকর্ড গড়ার পথে ইউরো চ্যাম্পিয়নরা।

ব্রাজিল-স্পেনকে ধরে ফেলার হাতছানি

আর একটা ম্যাচ অপরাজিত থাকলে স্পেন এবং ব্রাজিলকে ধরে ফেলবে ইতালি। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত টানা ৩৫টি ম্যাচ জেতার নজির গড়েছিল সাম্বার দেশ। ২০০৭ থেকে ২০০৯-এর মধ্যে সেই রেকর্ড ধরে ফেলেছিল স্পেন। এবার ইতালির সামনে একই ক্লাবে প্রবেশ করার হাতছানি।

ইতালির যাত্রা

শেষ তিন বছরে ৩৪টি ম্যাচে অপরাজিত রয়েছে ইতালি। তার মধ্যে ২৮টি ম্যাচ জিতেছে আজুরিরা। ৬ ম্যাচ ড্র করেছে। এই ৩৪টি ম্যাচে ৮৭টি গোল করেছে ইতালি। ১১ গোল তাদের হজম করতে হয়েছে। তার মধ্য অন্যতম ইউরো কাপ ফাইনাল ইংল্যান্ডের করা গোল।

মিশন বিশ্বকাপ

২০১৮ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল ইতালি। সেই ক্ষততে কিছুটা প্রলেপ দিয়েছে ইউরো খেতাব জয়। ২০২২ সালে কাতারে ফের বিশ্বকাপের আসর বসতে চলেছে। এই টুর্নামেন্টে আজুরিদের পারফরম্যান্স কেমন হয়, সেদিকে তাকিয়ে থাকবে ফুটবল বিশ্ব।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More EURO CUP News  

Read more about:
English summary
Euro 2020 champion Italy one step behind Spain and Brazil in terms of record
Story first published: Monday, July 12, 2021, 22:41 [IST]