জঙ্গি দমনে ইতিমধ্যেই বড়সড় সাফল্য পেয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। কাকোরিতে এটিএসে-এর রুদ্ধশ্বাস অভিযানে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে দুই জঙ্গি। যাদের সঙ্গে আল-কায়েদা যোগ সামনে এসেছে। এবার এই পুলিশি অভিযান নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এমনকী রাজ্যের অপশাসনকে ফের কড়া ভাষায় আক্রমণও করেন যোগী আদিত্যনাথকে।
পুলিশের ধারণা আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস ঘিরে বিভিন্ন জনবহুল স্থানে হামলার পরিকল্পনা ছিল জঙ্গি। সেই জন্যই তৈরি করা হয়েছিল প্রেসার কুকার বোমা, টাইম বোমা, পিস্তল, ডিটোনেটর এবং একাধিক বিস্ফোরক। এই খবর প্রকাশ্যে আসতেই উত্তরপ্রদেশের পাশাপাশি উত্তেজনা ছড়িয়েছে গোটা দেশেই। যদিও সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অখিলেশ যাদব বলেন "আমি উত্তরপ্রদেশের পুলিশ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকারকে বিন্দুমাত্র বিশ্বাস করি না।"
দিকে তাঁর আর এই মন্তব্যের পরেই তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে রাজনৈতিক মহলে। কড়া ভাষায় পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপিও। উত্তরপ্রদেশের মন্ত্রী মহসিন রাজা অখিলেশের এই মন্তব্যকে 'দুর্ভাগ্যজনক' বলে হতাশা প্রকাশ করেছেন। পাশাপাশি প্রশ্ন তুলে বলেছেন, "সমাজবাদী পার্টির কাছ থেকে কেবল এ জাতীয় বক্তব্যই কেউ আশা করতে পারেন। অখিলেশ যাদব সন্ত্রাসবাদীদের বিশ্বাস করেন, তবে তার রাজ্যের পুলিশকে নয়। কিন্তু মনে রাখতে হবে উত্তরপ্রদেশ পুলিশের মনোবল যোগী সরকারের অধীনে অনেকটাই বৃদ্ধি পেয়েছে।"
এদিকে উত্তরপ্রদেশ পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা), প্রশান্ত কুমারের সাফ বক্তব্য, নাশকতার জন্যই এই মডিউল তৈরি করা হয়েছিল। মিনহাজ ও মসরুদ্দিন নামে দুই জঙ্গিকে গ্রেফতার করেই তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তাদের কাছ থেকেই শাকিল নামে একজনের খোঁজ মিলেছে। অন্যদিকে মুসা নামে এক জঙ্গির নামও জানতে পেরেছে এটিএস। তবে স্বাধীনতা দিবসের আগে খোদ রাজ্যের অন্দরে এই ধরণের বিশালাকার জঙ্গি কার্যকলাপের খবরে প্রশ্নের মুখে পড়েছে যোগী প্রশাসনের ভূমিকাও।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!