শিঘ্র পেট্রোল পাম্পগুলিতে ইথানোলের সুবিধা
এখনও পর্যন্ত জ্বালানির মূল্যবৃদ্ধি ঠেকাতে কেন্দ্রের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে আজ সোমবার তাৎপর্যপূর্ণ এক মন্তব্য করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিণ গড়করি। তাঁর দাবি, খুব শিঘ্র পেট্রোল পাম্পগুলিতে ইথানোলের (Ethanol) সুবিধা দেওয়া হবে। যা পেট্রোল-ডিজেলের অনেক কম দামে পাওয়া যাবে। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে। এতে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। তা কার্যত এদিন স্বীকার করে নিয়েছেন নীতিণ গড়করি। উল্লেখ্য, ইতিমধ্যে জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছে। ইতিমধ্যে কলকাতায় জ্বালানির দাম বৃদ্ধি হওয়া নিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল।
মানুষের কষ্টের কথা স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী
মানুষের কষ্টের কথা স্বীকার করে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, পেট্রোল পাম্পে এথানল পাওয়া গেলে অনেকটা সুবিধা হবে। যাতে পাম্পে আসা যাত্রীদের সুবিধা হবে। মন্ত্রীর কথায়, এথানল ৬০ থেকে ৬৫ লিটার পাবেন গ্রাহকরা। গ্রিন ফুয়েলের ব্যবহার করার ফলে পরিবেশে দূষণের মাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে যাবে। দীর্ঘদিন ধরেই পেট্রোল এবং ডিজেলের দামে ক্রমশ বাড়ছে-কমছে।
এক নজরে জ্বালানির দাম
অন্যদিকে, আজ সোমবার পেট্রোলের দাম আরও বাড়ল কলকাতা শহরে। ১০০ পার করে ছুটছে পেট্রোলের দাম। সোমবার কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১০১.৩৫ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি সামান্য কমেছে। কলকাতায় আজ ডিজেলের দাম লিটার প্রতি ৯২.৮১ টাকা। দেশের অন্যান্য শহরেও পেট্রোলের দাম বাড়তে শুরু করেছে। দিল্লি, মুম্বইয়েও পেট্রোলের দাম ১০০ টাকা পার করে গিয়েছে। দিল্লিতে ডিজেলের দাম অপেক্ষাকৃত কম। ৮৯,৭২ টাকা প্রতি লিটার। কলকাতা শহরে পেট্রোলের দাম লিটার প্রতি ৩৪ পয়সা বেড়েছে। আজ ডিজেলের দাম ১৬ পয়সা কমেছে। ডিজেলের দাম কমায় কিছুটা আশার আলো দেখলেও। ঘুম উড়িয়েছে ডিজেলের দাম। মুম্বইয়ে পেট্রোলের দাম ১১০ টাকা ছুঁইছুঁই করছে। পেট্রোলের দাম মুম্বইয়ে লিটার প্রতি ১০৯.৫৩ টাকা। ডিজেলের দাম ১০০ টাকার দিকে ছুটছে। মুম্বইয়ে আজ ডিজেলের দাম ৯৮.৫০ টাকা। ভোপালে ১০১.৩৫ টাকায় পৌঁছে গিয়েছে।