উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই
সোমবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১৩ জুলাই মঙ্গলবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ জুলাই বুধবার সকালে মধ্যে সবকটি জেলারই দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই
সোমবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৪ জুলাই বুধবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।
কলকাতার আবহাওয়া
এদিন দুপুরে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে। মাধে মধ্যে কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হলেও, ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিন ও রাতের তাপমাত্রারও সেরকম কোনও পরিবর্তন হবে না।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৪ (৩৪.৩)
বালুরঘাট ৩১.৮ (৩২)
বাঁকুড়া ৩৩.১ (৩৪)
ব্যারাকপুর ৩৪.৬ (৩৪.৪)
বহরমপুর ৩৫ (৩৪.৬)
বর্ধমান ৩৫.৪ (৩৫.৫)
ক্যানিং ৩৩ (৩২.৬)
কোচবিহার ৩৬.৪ (৩৩.২)
দার্জিলিং ২১ (১৯)
দিঘা ৩৪.৩ (৩৪.৩)
কলকাতা ৩২.৯ (৩৩.৫)
মালদহ ৩৬.৯ (৩৫.৬)
পানাগড় ৩৪ (৩৪.৩)
পুরুলিয়া ৩২.৭ (৩৩.৩)
শিলিগুড়ি ৩৬.১ (৩২.৪)
শ্রীনিকেতন ৩৪.৭ (৩৪.৪)
পশ্চিম উপকূলে অতিরিক্ত বৃষ্টির পূর্বাভাস
বিচ্ছিন্নভাবে অতিপ্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, কোঙ্কন, গোয়ায়। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে গুজরাত, মধ্য মহারাষ্ট্র, উপকূল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উপকূল কর্ণাটক, কেরলে। ভারী বৃষ্টি হতে পারে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, উত্তর হরিয়ানা এবং উত্তর পশ্চিম উত্তর প্রদেশে।