শ্রীলঙ্কার বিরুদ্ধে মোকাবিলার আগে নিবিড় অনুশীলনে মগ্ন ধাওয়ান-পৃথ্বী-পান্ডিয়ারা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ও টি২০ মোকাবিলার আগে নিবিড় অনুশীলনে মগ্ন ভারতীয় ক্রিকেট দলের তারকারা। শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া, পৃথ্বী শ-দের নেট ও ফিল্ডিং প্র্যাকটিসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিসিসিআই। যেটি নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরালও হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

অনুশীলনে ভারতীয় ক্রিকেটাররা

পূর্ববর্তী সূচি অনুযায়ী মঙ্গলবার থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজ শুরু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পাঁচ দিন পিছিয়ে গিয়েছে প্রতিযোগিতা। প্রাপ্ত সময়কে পুরোপুরি কাজে লাগাতে চাইছে ভারতীয় ক্রিকেট দল। জোরকদমে চলছে অনুশীলন। নেট থেকে ফিল্ডিং ও বোলিং প্র্যাকটিস, সবেতেই একশো শতাংশ দেওয়ার চেষ্টা করছেন শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া, মনীশ পান্ডে, সূর্যকুমার যাদব, মনীশ পান্ডেরা। পাল্লা দিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন ইশান কিষাণ, পৃথ্বী শ, চেতন সাকারিয়া, নীতীশ রানাদের মতো তরুণ তারকারাও। নেটে স্বমহিমায় হত ঘোরাতে দেখা গিয়েছে যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, কৃষ্ণাপ্পা গৌতমদেরও।

বিসিসিআইয়ের ভিডিও ভাইরাল

শ্রীলঙ্কার মাঠে ভারতীয় দলের ক্রিকেটারদের নিবিড় অনুশীলনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিসিসিআই। যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে শিখর ধাওয়ানদের অনুশীলনের ভিডিওর কোলাজ তৈরি করা হয়েছে। যেটি নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

ভারতের সামনে চ্যালেঞ্জ

ইংল্যান্ড সফরে থাকা বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহদের ছাড়াই শ্রীলঙ্কা সফরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। শিখর ধাওয়ানের নেতৃত্বে দ্বীপরাষ্ট্রে তিনটি ওয়ান ডে ও টি২০ ম্যাচ খেলবে মেন ইন ব্লু। কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণে টিম ইন্ডিয়ার দ্বিতীয় দল শ্রীলঙ্কায় কতটা সফল হয়, সেদিকে তাকিয়ে থাকবে বিশ্ব।

পিছিয়ে গিয়েছে সিরিজ

প্রথমে ঠিক ছিল ১৩ জুলাই অর্থাৎ মঙ্গলবার থেকে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে মোকাবিলা শুরু হবে। ইতিমধ্যে ইংল্যান্ড সফর সেরে দেশে ফেরা লঙ্কান ক্রিকেটারদের কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হন। তারপরেই সিরিজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৮ জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে খেলতে নামবে ভারত। ২০ ও ২৩ জুলাই দুই দলের মধ্যে শেষ দুটি ওয়ান ডে ম্যাচ খেলা হবে। আগামী ২৫, ২৭ ও ২৯ জুলাই দুই দলের মধ্যে পরপর তিনটি টি২০ ম্যাচ খেলা হবে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More TEAM INDIA News  

Read more about:
English summary
Indian cricketers practising hard before encounter with Sri Lanka on their ground