করোনার দুটি ভিন্ন ভ্যারিয়েন্টের আক্রমণে মহিলার মর্মান্তিক পরিণতি, টিকা না নেওয়া এই রোগীর ঘটনায় চাঞ্চল্য

বাড়িতে একাই থাকতেন। ঘরের মধ্যেই আসতেন নার্স। নার্সের সেবাতেই দিন যাপন হচ্ছিল বেলজিয়ামের এক মহিলার। তবে সেই পরিস্থিতিতে পর পর করোনার দুটি ভ্যারিয়েন্টের আক্রমণ হয় তাঁর শরীরে। পরবর্তী অবস্থায় কী ঘটেছে , দেখা যাক।

বিশেষজ্ঞরা কী বলছেন?

চিকিৎসকদের মতে, বেলজিয়ানের এই মহিলা যখন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন, তখন করোনার ভিন্ন ভ্যারিয়েন্ট আক্রমণের কয়েকদিন কেটে গিয়েছে। আক্রান্ত হওয়ার পর থেকে মুহূর্তে তাঁর শ্বাস কষ্ট শুরু হয়। করোনা পরীক্ষা হতেই দেখা যায় তিনি পজিটিভ। শরীরে রয়েছে করোনার দুটি স্ট্রেইন। এরপর হাসপাতালে ভর্তির ৫ দিন পরই তাঁর মৃত্যু হয়।

ভ্যাকসিন নেননি, এরপর..

জানা গিয়েছে, এই মহিলা যখন করোনা আক্রান্ত হন, তখন তিনি ভ্যাকসিন নেননি। এরপর মহিলার শরীরের করোনা ভ্যারিয়েন্টের ঘরানা পরীক্ষা করে জানা যায়, তাঁর শরীরে রয়েছে বিটা ও আলফা ভ্যারিয়েন্ট।

কোন লক্ষণ দেখা যায়?

বিশেষজ্ঞরা বলছেন, আলফা যেহেতু ইউকেতে দেখা গিয়েছে, আর বিটা আফ্রিকায়, ফলে দুই ভিন্ন ভ্যারিয়েন্ট একই মানব শরীরে আসার নেপথ্য়ে কোনও বিরল সূত্র খাততে পারে বলে মনে করা হচ্ছিল। পরে জানা গিয়েছে, দুটি ভিন্ন সূত্র থেকে মহিলার দেহে ওই ভ্যারিয়েন্ট দানা বাঁধে।

একসঙ্গে দুটি ভিন্ন ভ্যারিয়েন্টের হামলা হতে পারে

এদিকে, একই সঙ্গে দুটি ভিন্ন ভ্যারিয়েন্টের প্রভাব রয়েছে এমন ঘটনা রীতিমতো তাক লাগিয়েছে । তবে মনে কর হচ্ছে ইনফ্লুয়েঞ্জার দুটি ভিন্ন ভ্যারিয়েন্ট একই মানব শরীরে প্রভাব ফেলে তাকে কুপোকাত করতে পারে।

প্রতীকী ছবি

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Woman infected with Corona variant dies , new study shows situation