করোনা কালেই কি রাজ্যে ফের জাল বিস্তার করতে শুরু করেছে বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবি jmb)? কলকাতা পুলিশের এসটিএফ (stf)-এর অভিযানে তিনজনতে গ্রেফতারের পরে এমনটাই সন্দেহ। জানা গিয়েছে ধৃত তিনজনই বাংলাদেশের বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদ পর্ব চলেছে।
কখনও মেঘ, কখনও বৃষ্টি! আগামী ২৪ ঘন্টায় বাংলার জেলায় জেলায় আবহাওয়ার পূর্বাভাস
কলকাতা পুলিশ সূত্রে খবব, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়ার পরে নজরদারি চালানো হচ্ছিল। তারপরেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তিনজনই জেএমবির বড়মাপের নেতা হতে পারেন বলে মনে করছে পুলিশ। কী কারণে তারা এ রাজ্যে এসেছিল, কোথাও নাশকতার পরিকল্পনা ছিল কিনা কিংবা আলকায়দার মতো সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগ ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
বেশ কয়েকবছর আগে খাগড়াগড় কাণ্ড, তারপর মুর্শিদাবাদ থেকে জেএমবি জঙ্গি সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের সঙ্গে ধৃতদের সম্পর্কের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য রবিবার লখনৌ পুলিশ জেএমবি জঙ্গি সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছে। তার আগেই কলকাতা শহর থেকে এই গ্রেফতার যথেষ্টই তাৎপর্যপূর্য।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!