কেরলের সবরীমালা মন্দিরের দরজা এবার খুলতে চলেছে ভক্তদের জন্য। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ঘোষণা করেছেন যে পার্বত্য এই মন্দিরে কেবলমাত্র তাঁরাই প্রবেশ করতে পারবেন যাঁদের কোভিড–১৯ ভ্যাকসিনের উভয় ডোজ নেওয়া হয়ে গিয়েছে। প্রসঙ্গত, ১৭ থেকে ২১ জুলাই পর্যন্ত ভগবান আয়াপ্পার মাসিক পুজো, যা 'মাসাপুজো’ বলে পরিচিত, সেটি চলবে বলেই মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভগবান আয়াপ্পার বাসস্থান মনে করা হয় কেরলের পাঠানামথিতার পেরিয়ার ব্র্যাঘ্র সংরক্ষণ পর্বতে অবস্থিত সবরীমালা মন্দিরকে। বিশ্বের মধ্যে অন্যতম এই মন্দিরে বছরে একাধিক ভক্তের সমাগম হয় প্রত্যেক বছর। মন্দিরের দিকে যাওয়ার ১৮টি স্বর্ণসিঁড়ি পার হওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করে থাকেন। পর্বতের ওপর অবস্থিত এই মন্দিরটি হিন্দু ভগবান আয়াপ্পাকে উৎসর্গ করা হয়েছে। যাঁকে মনে করা হয় ইব ও মোহিনীর (বিষ্ণুর নারী অবতার) সন্তান। কেরল সরকারের টিডিবি পরিচালনা করে। এই মন্দিরে ঋতুমতী নারীদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। তবে এ নিয়ে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী মন্দিরে সব ধরনের নারী প্রবেশ করতে পারবেন, তা নিয়ে বিরোধিতায় সরব হয়েছে মন্দির কর্তৃপক্ষ।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!