|
আগে ব্যাটিং করে ভারত
হোভের দ্য ফার্স্ট সেন্ট্রাল কাউন্টি গ্রাউন্ডে হওয়া ম্যাচে টসে হেরে যায় ভারত। হরমনপ্রীত কৌরদের আগে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৮ রান তোলে ওমেন ইন ব্লু। সৌজন্যে শেফালি ভার্মার অনবদ্য ব্যাটিং। ৩৮ বলে ৪৮ রান করেন ভারতীয় ওপেনার। আটটি চার ও একটি ছক্কা আসে শেফালির ব্যাট থেকে। ২৫ বলে ৩১ রান করেন হরমনপ্রীত কৌর।
|
ইংল্যান্ডের ব্যাটিং
১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। তবে ক্রিজের অন্যদিক আঁকড়ে ধরে রাখেন হোম টিমের ওপেনার তামসিন বেউমন্ট। তাঁর সঙ্গে ইংল্যান্ড অধিনায়ক হেথার নাইটের ৭৫ রানের পার্টনারশিপ হয়। ৫০ বলে ৫৯ রানের লড়াকু ইনিংস খেলেন তামসিন। ৩০ রান করেন নাইট। তা সত্ত্বেও ম্যাচ হারে ইংল্যান্ড। কারণ দলের বাকি ব্যাটসম্যান ব্যাট হাতে ব্যর্থ হন।
|
ভারতের বোলিং
ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন ভারতের অভিজ্ঞ পুনম যাদব। ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে তিনি ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন দীপ্তি শর্মা ও অরুন্ধতী রেড্ডি। উইকেটের পিছনে দাঁড়িয়ে একটি ক্যাচ নেওয়ার পাশাপাশি ইংল্যান্ডের এক জন ব্যাটসম্যানকে রান আউট করেন বাংলার রিচা ঘোষ।
সিরিজে সমতা
ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজ হেরে গিয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দল। টি২০ সিরিজের প্রথম ম্যাচও হেরে যায় ভারত। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় হরমনপ্রীত কৌরের দল। সিরিজের শেষ তথা ফয়সলা নির্ধারক ম্যাচের দিকে তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব।